অপরাজিত থেকেই সন্তোষের মূল পর্বে বঙ্গ ব্রিগেড

অপরাজিত থেকেই সন্তোষের মূল পর্বে বঙ্গ ব্রিগেড
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: অপরাজিত থেকেই সন্তোষ ট্রফির মূল পর্বে বাংলা। মহারাষ্ট্র ম্যাচে এদিন শুরুর আগেই বাংলার বিরুদ্ধে মহারাষ্ট্রকে সমর্থন করতে স্থানীয় দর্শক মাঠে ভিড় করেন। ছত্রপতি শাহু স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। সন্তোষ ট্রফির মূলপর্বে সরাসরি পৌঁছতে হলে মহারাষ্ট্রকে জিততেই হত। আর বাংলা ড্র করলেই পৌঁছে যেত মূলপর্বে।
তবে ড্র করে নয়, একেবারে ম্যাচ জিতেই সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছে গেল বাংলা। দুই দলের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে এগিয়ে ছিল বাংলা। মূলপর্বে যেতে বাংলার প্রয়োজন ছিল ড্র। কিন্তু শুরু থেকেই জয়ের লক্ষ্যে ঝাঁপায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। কিন্তু কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের বাংলা ড্রয়ের খেলা খেলবে না বলে খেলার শুরু থেকে আক্রমণে ঝড় তোলেন ছেলেরা।
খেলার প্রথম পর্বে বাংলার হয়ে গোল করেন সুরজিৎ হাসদা ও দীপক রজক। তবে খেলার দ্বিতীয় পর্বে মহারাষ্ট্র পালটা আক্রমণ শানাতে থাকে। একটা গোলও পেয়ে যায়।শেষ পর্যন্ত বাংলা ২-১ গোলে হারিয়ে দিল মহারাষ্ট্রকে। অপরাজেয় বাংলা। এবারের সন্তোষ ট্রফির কোয়ালিফাইং রাউন্ডের পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই জয়।সন্তোষ ট্রফির কোয়ালিফাইং রাউন্ডে বাংলা পরপর পাঁটটি ম্যাচে হারাল হরিয়ানা (৩-০), দমন ও দিউ (৫-০), মধ্যপ্রদেশ (৫-০), ছত্তিশগড় (২-০) এবং মহারাষ্ট্র (২-১) কে। দুরন্ত জয়ের জন্যে কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন।


