শুক্রবার থেকেই রাজ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন পৌঁছলো হাওড়ায়, দেখে নিন কেমন দেখতে ট্রেনটি
শুক্রবার থেকেই রাজ্যে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন পৌঁছলো হাওড়ায়, দেখে নিন কেমন দেখতে ট্রেনটি
সুলেখা চক্রবর্তী, হাওড়া
অপেক্ষার অবসান। হাওড়ায় পৌঁছে গেল বন্দে ভারত এক্সপ্রেস। কারণ, আগামি শুক্রবার অর্থাৎ ৩০ ডিসেম্বর থেকেই এ রাজ্যের বুক চিরে ছুটবে দ্রুত গতির এই ট্রেন। মাত্র ৮ ঘন্টাতেই যাত্রীরা হাওড়া থেকে পৌঁছে যাবে নিউ জলপাইগুড়ি। রেল সূত্রে জানা গিয়েছে, ওই ট্রেনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত। সপ্তাহে ৬ দিন টরেনটি চলবে। হাওড়া থেকে ভোর ৫টা বেজে ৫০ মিনিটে ছাড়বে ট্রেনটি। দুপুর ১টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছনোর কথা। আবার সেখান থেকে দুপুর ২টো ৫০ মিনিটে ছেড়ে ট্রেনটি হাওড়া পৌঁছবে রাত ১০টা ৫০ মিনিটে।
তার আগেই ট্রেনটি পৌঁছে গিয়েছে হাওড়ায়। রবিবার, বড়দিন এ হাওড়ায় পৌঁছয়। আর ট্রেনটি একবার চোখের দেখা দেখতে ভিড় করেন উৎসাহী মানুষ। সকলেই সেলফি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। অত্যাধুনিক এই ট্রেনটি আগেই পৌঁছনোর কারণ হল, ট্রেনটি ভালো করে পরীক্ষা করা হবে। তারপরই শুরু করবে প্রথম যাত্রা। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে সাধারণত ১২ ঘন্টা লাগে। তবে এই ট্রেনের ক্ষেত্রে চার ঘন্টা কম সময় লাগবে। ৮ ঘন্টাতেই পৌঁছে যাওয়া যাবে।