ইন্দোরে পাঠান-এর প্রদর্শন বন্ধ করল বজরং দল, ছড়াল উত্তেজনা

ইন্দোরে পাঠান-এর প্রদর্শন বন্ধ করল বজরং দল, ছড়াল উত্তেজনা
25 Jan 2023, 11:00 PM

ইন্দোরে পাঠান-এর প্রদর্শন বন্ধ করল বজরং দল, ছড়াল উত্তেজনা

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: ইন্দোরের কয়েকটি সিনেমা হলে ‘পাঠান’-এর স্ক্রিনিং আটকে দিল হিন্দুদের সংগঠন বজরং দলের সদস্যরা। এই নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা ছড়াল। পাঠানের স্ক্রিনিং আটকাতে শো শুরু হতেই প্রেক্ষাগৃহে ঢুকে পড়ে হইচই বাধিয়ে দেয় বজরং দলের সদস্যরা। তাঁদের হট্টগোলের জেরে সকালের দিকের বেশ কিছু শো বাতিল করে দেন হল মালিকরা। মধ্যপ্রদেশে শুরু থেকেই ‘পাঠান’ বিরোধী হাওয়া ছিল প্রবল। রাজ্যের নেতা-মন্ত্রীরা পর্যন্ত এই ছবির বিরেধিতায় আসরে নেমে পড়েছিলেন। ছবি মুক্তির দিনেও বজায় রইল সেই বিরোধীতা। এই ঘটনায় কিছুটা হলেও হতাশ ইন্দোরের শাহরুখ ভক্তরা। বুধবার  ইন্দোরের কস্তুর সিনেমা হলের সামনে রাখা শাহরুখের বড় বড় হোর্ডিং, পোস্টার ছিঁড়ে ফেলে বজরং দলের কর্মীরা। পরে সেই সব জায়গায় তাঁরা হনুমান চাল্লিশা চালিয়ে দেন। উঠে পয়গম্বর বিরোধী স্লোগান।

এই ঘটনার আঁচ পড়ে অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ে। শাহরুখ খানের নামেও কটূক্তি এবং অশ্লীল গালিগালাজ করে স্লোগান দেওয়া হয়। বজরং দলের অভিযোগ, এই ছবিতে হিন্দু ধর্মের অবমাননা করা হয়েছে। এরপরই পালটা পয়গম্বরকে নিয়ে বজরং দলের কর্মী-সমর্থকদের মন্তব্যের প্রতিবাদে পথে নামে স্থানীয় মুসলিম সংগঠনগুলি। থানার বাইরে অবস্থান বিক্ষোভে বসে পড়েন তাঁরা। তাঁদের সাফ কথা, শাহরুখ খানের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই, চাইলে শাহরুখের বাড়িতে কেউ আগুন লাগিয়ে দিক, কিন্তু নবীর বিরুদ্ধে মন্তব্য আমরা সহ্য করব না। এরপর তাঁরা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন। শুধু ইন্দোর নয়, পাঠান মুক্তির ঠিক এক দিন আগে পুণেতে বজরং দল একটি প্রেক্ষাগৃহে ঢুকে ভাঙচুর চালায়। মঙ্গলবার শহরের এক প্রেক্ষাগৃহের সামনে থেকে খুলে ফেলা হল শাহরুখ-দীপিকার পোস্টারও। যদিও এই বিক্ষোভের জেরে পাঠানকে ঘিরে উন্মাদনায় একটুও ভাঁটা পড়েনি।

Mailing List