বাজাউ (Bajau), চরম পরিস্থিতিতে সাংস্কৃতিক এবং জেনেটিক অভিযোজনের সহ-বিবর্তন

বাজাউ (Bajau), চরম পরিস্থিতিতে সাংস্কৃতিক এবং জেনেটিক অভিযোজনের সহ-বিবর্তন
19 Nov 2023, 01:30 PM

বাজাউ (Bajau), চরম পরিস্থিতিতে সাংস্কৃতিক এবং জেনেটিক অভিযোজনের সহ-বিবর্তন

 

পবিত্র মাহাত

 

আমরা ছোটো বেলার থেকেই রূপকথার জলপরীদের গল্প শুনে বড় হয়েছি। রূপকথা ছাড়া আর অন্য কোথাও বাস্তবে তাদের অস্তিত্ব মেলেনি। তাদের এক বিশেষ ক্ষমতা ছিল যে তারা জলে, স্থলে দুটো জায়গাতেই স্বাচ্ছন্দ্য তে থাকতে পারে। আজ জল পরীর অস্তিত্ব না পেলেও বাজাউ নামক এমন এক সামুদ্রিক যাযাবর গোষ্ঠীর সন্ধান পাওয়া গেছে যাদের কিঞ্চিত হলো সেই ক্ষমতা আছে, যেটা তুলনায় বাকি মানুষের থেকে অনেকটাই বেশি। সেই ক্ষমতা চরম পরিস্থিতিতে সাংস্কৃতিক এবং জেনেটিক অভিযোজনের সহ-বিবর্তন এর এক আশ্চর্য ফলাফল। 1521 সালে ফার্দিনান্দের একজন কালানুক্রমিক 'আন্তোনিও পিগাফেটা' ম্যাগেলানের সমুদ্রযাত্রা তাদের অস্বাভাবিক জীবনধারা প্রথম রেকর্ড করে। বাজাউ যাযাবর দের ইন্দোনেশিয়ান দ্বীপপুঞ্জ গুলো তে দেখতে পাওয়া যায়। তারা ঐতিহ্যগতভাবে নৌকায় বাস করে বা সমুদ্রের মধ্যে কাঠের খুটির ওপর বাড়ি বানিয়ে। এছাড়াও বাজাউ গোষ্ঠীর কিছু মানুষ জন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ফিলিপাইনের দ্বীপগুলির মধ্যে ছড়িয়ে আছে। তাদের বেঁচে থাকার একমাত্র জীবিকা হল মৎস্য ও অন্যান্য সামুদ্রিক প্রাণী শিকার। কিছু তথ্য বলছে তাদের কাজের দিনের 60% ডাইভিং খাবারের জন্য ব্যয় করে। তারা তাদের নিজেদের হাতের তৈরি একপ্রকার কাঠের চশমা পরে 70 মিটার বা 230 ফুটের বেশি গভীরতা পর্যন্ত ডাইভিং করতে পারে। তারা ওই গভীরতাই 13 মিনিট এর বেশি সময় ধরে শ্বাস আটকে রেখে নিজেদের তৈরি স্পিয়ারগান দিয়ে শিকার করে, যা বাকি স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সম্ভবের উর্ধে। আমাদের ক্ষেত্রে যেটা বড় বাধা সেটা হল হাইপোক্সিয়া, এত গভীরে এত কম অক্সিজেন নিয়ে ডাইভিং করা সহজ নয়, প্রাণ পর্যন্ত যেতে পারে। এখানেই হয়েছে তাদের শরীরে একটা ছোট্ট চমৎকার, PDE10A ও BDKRB2 জিনের একটা ছোট্ট অভিযোজন একটা বিশাল পরিবর্তন এনেছে। সেই পরিবর্তন একদিনে হয়ে ওঠেনি , তার জন্য লেগেছে হাজার বছর। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক Melissa A. Ilardoদেখলেন যে PDE10A জিন থাইরয়েড হরমোন থাইরক্সিন বা T4 এর মাত্রা নিয়ন্ত্রণ করে। গবেষকদের মতে বাজাউতে  PDE10A এর একটি অভিযোজন রয়েছে যা থাইরয়েড হরমোনের মাত্রা বাড়ায় এবং তাই তাদের প্লীহা আকার বৃদ্ধি করে। তারা এটি ইঁদুরের মধ্যে পরীক্ষা করে দেখালেন যে থাইরয়েড হরমোন এবং প্লীহার আকার সংযুক্ত। বাজাউ-এর কাছে PDE10A জিন এবং BDKRB2 জিনের বিভিন্ন রূপ রয়েছে, যা তাদের নিকটতম প্রতিবেশী, সালুয়ান থেকে অনুপস্থিত, যারা সমুদ্রে তাদের জীবনযাপন করে না। বাজাউদের এই জিন বৈচিত্র রয়েছে যার ফলে বৃহত্তর প্লীহা এবং অক্সিজেনযুক্ত লোহিত রক্তকণিকার বড় সংগ্রাহক তৈরি হয় , যা  ডাইভিং এর সময় হাইপোক্সিয়া থেকে তাদের রক্ষা করে। প্লীহা আকারের সাথে যুক্ত স্থানীয় নির্বাচনের অঞ্চলগুলি সনাক্ত করতে সালুয়ান ব্যক্তিদের স্ক্যান করা হয়েছিল।একটি পরিচিত ডাইভিং রেসপন্স জিন ছাড়াও, BDKRB2 (ভেরিয়েন্ট rs7158863 দ্বারা ট্যাগ করা হয়েছে), যা পেরিফেরাল টিস্যুতে ভাসোডিলেশন এবং ভাসোকনস্ট্রিকশনের সাথে জড়িত, অন্যান্য নির্বাচন সংকেতগুলি FAM178B, CACNA1A এবং PDE10A সহ নতুন ডাইভিং প্রার্থী জিনে সনাক্ত করা হয়েছিল। প্লীহার আকারের সাথে যুক্ত স্থানীয় নির্বাচনের অঞ্চলগুলি শনাক্ত করতে 43টি বাজাউ ও 33টি সালুয়ান ব্যক্তিদের সম্পূর্ণ-জিনোম সিকোয়েন্স স্ক্যান করা হয়েছিল। হয়তো বাজাউদের এই একমাত্র বেঁচে থাকার কৌশল অবলম্বনের জন্য এই জেনেটিক অভিযোজন। তাদের এই অভিযোজন বিবর্তনের ধারায় প্রাকৃতিক নির্বাচনের ফল। গবেষকরা নির্বাচিত SNP-এর বিবর্তনীয় ইতিহাস নির্ধারণ করেছেন, PDE10A SNP rs3008049 বাজাউতে সর্বাধিক ফ্রিকোয়েন্সি ছিল  কিন্তু তা সালুয়ান এবং হান-চীনা ভাষায়ও পাওয়া যায় ,যা পরামর্শ দিচ্ছে যে rs3008049 বিবর্তনীয়ভাবে একটি স্থায়ী ভেরিয়েন্ট হিসাবে নির্বাচিত হয়েছিল।

বিবর্তনের ধারায় জেনেটিক অভিযোজন এর অনেক উদাহরণ রয়েছে। যেমন তিব্বতিরা গত 40,000 বছরে ডেনিসোভানদের কাছ থেকে পুরো EPAS1 জিনটি উত্তরাধিকার সূত্রে পেয়েছে,বা তারও আগের পূর্বপুরুষের কাছ থেকে যা সেই ডিএনএ বহন করেছিল। EPAS1 জিনটি হাইপোক্সিয়া-ইনডিউসিবল ফ্যাক্টর 2-আলফা (HIF-2α) নামে একটি প্রোটিন তৈরির নির্দেশনা প্রদান করে। এই প্রোটিনটি HIF নামক একটি বৃহত্তর প্রোটিন কমপ্লেক্সের একটি অংশ (সাবইউনিট), যা অক্সিজেনের মাত্রা পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য শরীরের ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ওই উচ্চতায় তিব্বতিদের হাইপোক্সিয়ার সাথে লড়তে সাহায্য করে। গবেষকদের মতে বাজাউদের ওপর প্রাপ্ত  ফলাফলগুলি অন্যান্য সামুদ্রিক যাযাবর জনজাতি যেমন থাই মোকেন জনজাতি এবং দক্ষিণ কোরিয়ার জেজু এর হেনিয়েও ডাইভিং মহিলাদের উপর আরও গবেষণার সম্ভাবনা উন্মুক্ত করে। অনুরূপ ব্যক্তিদের গোষ্ঠী অধ্যয়ন করা চরম জীবনধারার সাথে মানব দেহতত্ত্ব এবং জেনেটিক অভিযোজনের মধ্যে সংযোগের প্রকৃতির উপর আরও আলোকপাত করতে পারে এর সাথে সাথে এবং এই জেনেটিক অভিযোজনগুলি আলাদাভাবে বিকশিত হয়েছে কিনা তা স্পষ্ট করতে পারে।

তাদের থেকে প্রাপ্ত ফলাফল হাইপোক্সিয়ার চিকিৎসার এক নতুন দিগন্ত খুলে দিতে পারে।

প্রকৃতি আমাদের যেমন সমস্যা দেই তেমন সেই সমস্যা থেকে বের হবার রাস্তাও দিয়ে থাকে শুধু তা খুঁজে নিতে হবে। প্রকৃতি তার বিবর্তনের ধারার মাধ্যমে সব কিছু গুছিয়ে নিয়ে থাকে। যারা বিবর্তনের ধারায় চরম পরিস্থিতিতে অভিযোজন করে টিকে থাকতে পারে না তারা বিলুপ্তির পথে চলে যায় । বাজাউদের এই জেনেটিক অভিযোজন না হলে হয়তো আজ জলপরীদের মতো তাদেরো অস্তিত্বের কোনো প্রমাণ থাকতো না।

Mailing List