জামিন খারিজ, ফের ১৪ দিনের জন জেল হেফাজতে মানিক ভট্টাচার্য

জামিন খারিজ, ফের ১৪ দিনের জন জেল হেফাজতে মানিক ভট্টাচার্য
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ফের জেল হেফাজতেই গেলেন মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার ফের তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেল। এদিন সওয়াল জবাব শোনার পর ইডির বিশেষ আদালত তাঁকে আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল। এর ফলে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতেই থাকতে হবে। এদিন জামিন পেতে মরিয়া ছিলেন টেট নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পর্ষদের প্রাক্তন সভাপতি।
আবেদনে তিনি বলেন, তদন্ত চলতেই থাকবে, আমি কতদিন জেলে থাকব? কোথাও পালাব না, তদন্তে সবরকম সাহায্য করব, আমাকে জামিন দেওয়া হোক। যদিও সে আবেদন গ্রাহ্য করেনি আদালত। ইডি পালটা বলে, কলা মন্দিরে শিক্ষক প্রশিক্ষণ শিবিরের নামে টাকা তোলা হয়েছিল। কলা মন্দিরে একাধিক প্রশিক্ষণ শিবিরে মানিকের সঙ্গে থাকতেন তাঁর ছেলেও। কলেজ থেকে তোলা তুলে টাকা দেওয়া হয়েছিল মানিকের ছেলের সংস্থাকে। মানিক ভট্টাচার্যর আইনজীবীরা বলেন, তাঁরা বলেন, সিবিআই ও ইডি তদন্ত করছে, আর কতদিন উনি গারদে থাকবেন? তবে কোনও কিছুতেই আদালতকে টলানো যায়নি। এত কিছুরও পরও মানিক ভট্টাচার্যকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।


