জামিনের আবেদন খারিজ, বিপাকে নেইমার সতীর্থ

জামিনের আবেদন খারিজ, বিপাকে নেইমার সতীর্থ
21 Jan 2023, 09:58 PM

জামিনের আবেদন খারিজ, বিপাকে নেইমার সতীর্থ

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিপাকে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার দানি আলভেজ। ধর্ষণের অভিযোগ উঠেছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেসের বিরুদ্ধে।তাকে জিজ্ঞাসাবয়দের জন্য বার্সেলোনা পুলিশ স্টেশনে ডাকা হয় এবং সেখানেই তাকে গ্রেফতার করা হয়। আলভেসের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালতের আশঙ্কা, একবার ছাড়া পেলে পালিয়ে যেতে পারেন আলভেস। তাই আলভেসক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে।

স্পেনের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই যৌন হেনস্থার ঘটনা বার্সেলোনার একটি নাইট ক্লাবে গত ৩০ ডিসেম্বর রাতে ঘটে। আলভেজ অবশ্য সেদিন রাতে নাইট ক্লাবে থাকার কথা স্বীকার করলেও স্পেনের একটি গণমাধ্যমে জানান যে, তিনি আগে ওই মহিলাকে কখনোই দেখেননি। আলভেজের জামিন মঞ্জুর না করে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। বার্সেলোনার সাবেক এই রাইটব্যাকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে বর্তমান ক্লাব পুমাস। এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মেক্সিকান ক্লাবটির সভাপতি। দানি আলভেস জানান, 'আমি ওই সময় ওইখানে ছিলাম এবং আমরা সঙ্গে আরও লোকজন ওই রাতে ছিল। আমি নাচ করতে যে কতটা ভালবাসি তা সবাই জানে। কিন্তু কখনই অপরের ব্যক্তিগত জায়গায় হস্তক্ষেপ করি না।' আলভেস ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের অংশ ছিলেন। বিশ্বকাপ শেষে ৩৯ বছর বয়সি তারকা নতুন  আগে বার্সেলোনাতে ছুটি কাটাচ্ছিলেন।

আর্থিক বেনিয়মের দায়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন রেকর্ড ইতালিয়ান চ্যাম্পিয়নদের কঠোর শাস্তি দিল। ১৫ লিগ পয়েন্ট কাটা গেল জুভের। এর ফলে এক ধাক্কায় লিগ তালিকায় তিন নম্বর স্থান থেকে ১০ নম্বরে যেতে হল জুভেন্তাসকে।

Mailing List