দলের বেহাল পারফরম্যান্স, নেতৃত্ব হারাচ্ছেন বাবর আজম?

দলের বেহাল পারফরম্যান্স, নেতৃত্ব হারাচ্ছেন বাবর আজম?
12 Nov 2023, 05:50 PM

দলের বেহাল পারফরম্যান্স, নেতৃত্ব হারাচ্ছেন বাবর আজম?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: এই বিশ্বকাপে আফগানিস্তানের কাছে পরাজিত হওয়ার পরই বেশি সমালোচনা শুরু হয় বাবরকে নিয়ে। বিশ্বকাপের মতন মেগা ইভেন্টে ভারতীয় দলের কাছে আবার একবার পরাজিত হতে হয়েছে বাবর বাহিনীকে। এশিয়া কাপ থেকেই তাদের খারাপ পারফরমেন্স বেশ চর্চায় ছিল।একইসঙ্গে পাক দলের অধিনায়ক কিছুটা হতাশা প্রকাশ করে জানিয়েছেন, আমি নতুন করে আমার অভিজ্ঞতা দিয়ে এই দলের পুনর্গঠনের কাজে হাত দেব। নতুন করে আবার স্বপ্ন দেখব। মিকি আর্থার অবশ্য জানিয়েছেন, বাবর আজম আমার খুব কাছের। ও দারুণ ব্যাটার। ও প্রতিদিন নেতৃত্ব দেওয়া শিখছে। আমরা ওকে সাহস জোগাচ্ছি। ও দারুণ ব্যাটার ঠিক, কিন্তু নেতৃত্ব দেওয়াটা খুব আলাদা। তাই ওকে সময় দেওয়া উচিত।

বিশ্বকাপের ভরাডুবি নিয়ে যথাযথ অজুহাত দেওয়ার অবকাশ নেই। তবে ঘুরিয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঢাল করতে ভোলেননি বাবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে তারা, পাকিস্তান শিবির থেকে ইঙ্গিতে এমন দাবি তোলা হয়েছে আগেই। সেই ম্যাচে ১ উইকেটের সংক্ষিপ্ত ব্যবধানে হার মানতে হয় বাবরদের।

বিশ্বকাপের আগে এশিয়া কাপেও ব্যর্থ পাকিস্তান। সুপার ফোর পর্বে হার, ফাইনালে উঠতে পারেননি বাবররা। এশিয়া কাপের আগে থেকেই পাকিস্তান ক্রিকেটে চাপান-উতোর চলছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তি নিয়ে প্রবল অসন্তোষ ছিল পাকিস্তান টিমের সিনিয়র প্লেয়ারদের মধ্যে। এই তালিকায় ছিলেন বাবর আজম, শাহিন আফ্রিদির মতো প্লেয়ারও।কিন্ত শেষ পর্যন্ত জটিলতার অবসান হয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসে পাকিস্তান দল।

Mailing List