গিলের কাছে সিংহাসন হারালেন বাবর, শীর্ষে সিরাজও

গিলের কাছে সিংহাসন হারালেন বাবর, শীর্ষে সিরাজও
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ র্যাঙ্কিং-এ পাকিস্তানের বাবর আজমকে টপকে এক নম্বরে উঠে এলেন ভারতের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারতের তারকা ক্রিকেটার গিল বাবরকে সরিয়ে শীর্ষস্থান দখল করে নিলেন।
৮৩০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন গিল। ৮২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বাবর। তিনে রয়েছেন কুইন্টন ডি কক। আইসিসি ব্যাটারদের ক্রমতালিকায় পাঁচ থেকে চারে উঠে এসেছেন বিরাট কোহলি। তার অর্জিত রেটিং পয়েন্ট ৭৭০। তিনে থাকা ডি ককের সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্ট। পাঁচে আছেন ডেভিড ওয়ার্নার।
এরপর সেরা দশে আছেন যথাক্রমে রোহিত শর্মা, রাসি ফন ডার ডুসেন, হ্যারি ট্যাক্টর, হেইনরিখ ক্লাসেন ও দাউইদ মালান। গত এক বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমান গিল। ওয়ানডে, টেস্ট ও টি-২০, এই তিন ফর্ম্যাটেই তিনি অসাধারণ পারফর্ম করেছেন। ওয়ানডে ফরম্যাটে শুভমান গিল এত ভালো পারফরমেন্স করেছিলেন যে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে শিখর ধাওয়ানের মতো একজন তারকা খেলোয়াড়কেও উপেক্ষা করতে হয়েছিল। এই বিশ্বকাপেও গিল তার সেরা ফর্ম নিয়ে এসেছিলেন। তবে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে বসেছিলেন বাবর আজম।
বাবর আজম ৯৫০ দিন ধরে বিশ্বের একনম্বর ওডিআই ব্যাটার হিসেবে নিজের সাম্রাজ্য কায়েম করে রেখেছিলেন। টিম ইন্ডিয়ার 'প্রিন্স' নামে খ্যাত শুভমান গত ২ বছরে বিধ্বংসী ব্যাটিং করেছেন। বন্যা বইয়েছেন রানেন। ইতিমধ্যেই বাবরের ব্যাটিং ফর্মেও যথেষ্ট টানাপোড়েন দেখতে পাওয়া গিয়েছে।
অন্যদিকে, শাহিন আফ্রিদিকে সরিয়ে বোলারদের মধ্যে এক নম্বরে উঠে এলেন মহম্মদ সিরাজ। এশিয়া কাপ ফাইনালে ছয় উইকেট নেওয়ার পর থেকেই ভালো ছন্দে রয়েছেন তারকা পেসার। চলতি বিশ্বকাপেও ১০টি উইকেট পেয়েছেন তিনি। বোলারদের মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছেন ভালো ফর্মে থাকা কুলদীপ যাদবও। ক্রমতালিকায় অষ্টম ও দশম স্থানে রয়েছেন জশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি।


