দুর্নীতি কান্ডে অয়নের নয়া শাগরেদের খোঁজ, কোন তথ্য উঠে এল

দুর্নীতি কান্ডে অয়নের নয়া শাগরেদের খোঁজ, কোন তথ্য উঠে এল
24 Mar 2023, 10:48 PM

দুর্নীতি কান্ডে অয়নের নয়া শাগরেদের খোঁজ, কোন তথ্য উঠে এল

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার নতুন আরেকজনের খোঁজ পাওয়া গেল। নাম তার শেখ আব্বাস আলী। তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি বিজেপি করেন। পান্ডুয়ার দাবরা হাই মাদ্রাসার শিক্ষক ছিলেন আব্বাস আলী। অয়ন শীলের নিয়োগ দুর্নীতির চক্রে তিনিও যুক্ত ছিলেন বলেই অভিযোগ পান্ডুয়ার বধূ নাসিরা খাতুনের।

 নাসিরা অভিযোগ করে বলেন, স্কুলে চাকরির জন্য ২০১৫ সালে আব্বাসকে তিনি পাঁচ লাখ টাকা দিয়েছিলেন। আরো কয়েকজন সেই সঙ্গে তাকে টাকা দেয়। নাসিরা টেট পরীক্ষা দেওয়ার পর বিকাশ ভবনে নিয়ে গিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া হয়। তাদের বিকাশ ভবনের পিছন দিক দিয়ে নিয়ে যাওয়া হয়। যে আটজনকে সেই সময় বিকাশ ভবনের দোতলায় নিয়ে যাওয়া হয়েছিল একটা ডাইরিতে একজন তার নাম আর ফোন নম্বর লিখে নিচ্ছিলেন। এটাই ইন্টারভিউ। নাসিরার কথায়, চাকরি না হওয়ায় আব্বাসের কাছে টাকা ফেরত চাইতে গেলে আব্বাস অয়নের নাম বলে। তারপর অয়ন এর কাছে গেলে একটি কাগজ বের করে তিনি বলেন লিস্টে যাদের নাম নেই তাদের হবে না।

 আব্বাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি উড়িয়ে দিয়েছেন। আব্বাসের কথায়, পান্ডুয়া পঞ্চায়েত থেকে অয়নকে চিনতেন। 2021 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। কারো থেকে তিনি টাকা নেননি। দেবানন্দপুরের শ্রী কুমার চট্টোপাধ্যায় অয়নের হয়ে টাকা তুলেছিলেন। সেটা আমি জানতাম। শ্রীকুমারই আমাকে বলেছিলেন। অয়নের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।

Mailing List