মালদায় আবাস যোজনার তালিকায় রয়েছে পাকা বাড়ির মালিক রেশন ডিলার থেকে সিভিক ভলেন্টিয়ারের নাম! দেখল কেন্দ্রীয় টিম

মালদায় আবাস যোজনার তালিকায় রয়েছে পাকা বাড়ির মালিক রেশন ডিলার থেকে সিভিক ভলেন্টিয়ারের নাম! দেখল কেন্দ্রীয় টিম
নারায়ণ সরকার, মালদা
প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগের পরিপ্রেক্ষিতে মালদহে তৃতীয় দিনে তদন্তে কেন্দ্রীয় দুই সদস্যের প্রতিনিধি দল। গত মঙ্গলবার এবং বুধবার মালদার রতুয়া হরিশ্চন্দ্রপুরের পর বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য বেরিয়ে পড়েন মালদহের কালিয়াচক তিন নম্বর ব্লকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
সেখানেই চক্ষু চড়ক গাছ সকলের। আবাস যোজনার তালিকায় নাম রয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর। সবথেকে বড় বিষয় গোলাপগঞ্জ ফাঁড়ির সিভিক ভলেন্টিয়ার অভিজিৎ পান্ডের নামও এই তালিকায়।
পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝাঁ চকচকে পেল্লায় বাড়ি রয়েছে রেশন ডিলার যদু নন্দন দাসের। তাঁরও নাম রয়েছে এই আবাস যোজনার তালিকায়। যদিও রেশন ডিলার জানান, আবাস যোজনার ঘর পাওয়ার জন্য তিনি কোন আবেদন করেননি। পাশাপাশি আরও ওই এলাকায় কারো বা দোতলা বাড়ি কারো বা একতলা পাকা বাড়িও মালিকের নামও রয়েছে আবাস যোজনায় তালিকায়। যদিও মালদা জেলা প্রশাসন সূত্রে খবর এই পঞ্চায়েত এলাকায় এই ধরনের প্রায় ১১ জনের নাম গত ডিসেম্বর মাসেই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
রেশন ডিলার যদু নন্দন দাস বলেন, ‘‘আমি শুনেছি আবাস যোজনার তালিকায় আমার নাম রয়েছে। তবে কিভাবে নাম এলো জানি না। আমি তো আবেদন জানায়নি।’’ পাকা বাড়ির মালিক অবসরপ্রাপ্ত কর্মীর স্ত্রী রেখা মন্ডল জানান, তাঁর স্বামী সরকারি কর্মী ছিলেন। এখন অবসর নিয়েছেন। তাঁর কথায়, ‘‘আমাদেরও তালিকায় নাম ছিল। কিন্তু আমরা তা বাতিল করার জন্য আবেদন জানিয়েছি।’’


