গরমে মুখের র্যাশ-চুলকানি এড়ান এই টিপসে

01 Apr 2023, 07:00 PM
গরমে মুখের র্যাশ-চুলকানি এড়ান এই টিপসে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গরমে বাইরে ঘুরাঘুরি করতেই হয় আর তার ফলে ত্বকে র্যাশ ও চুলকুনি ভোগাচ্ছে না, এমনটা হতে পারে না। এই সময় ত্বকের যত্নে কিছু জিনিস রাখা জরুরি। রইল টিপস-
সানস্ক্রিন- গরমে সবসময় সানস্ক্রিন সঙ্গে রাখবেন। ত্বকে ক্লান্তি বা যন্ত্রণা ক্ষতি করবে আখেরে আপনারই। সঙ্গে সানস্ক্রিন মেখে নিন। এই সময় দু-একবার মুখে জলের ঝাপটা দেওয়া যেতে পারে। তখন ফ্রেশ লাগবে। তারপর সানস্ক্রিন মেখে নিন।
হাইড্রেটিং মাস্ক- সপ্তাহে অন্তত একদিন সময় পেলেই ১০ মিনিট ত্বকে রাখুন। যখন ভীষণ ক্লান্ত লাগবে তখন ব্যবহার করুন। দেখবেন ত্বক লাবণ্য ফিরে পাচ্ছে এবং আপনারও ভালো লাগছে।
লিপবাম- গরমে ঠোঁটের আর্দ্রতা ধরে রাখা জরুরি। সেজন্যই লিপবাম ব্যবহার করুন ঠোঁটে। পুরু করে ঠোঁটে লিপবাম ব্যবহার করলে ঠোঁটের গোলাপি আভা ঠিক থাকবে।


