মোতেরার দর্শকদের চুপ করিয়ে দিতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স
মোতেরার দর্শকদের চুপ করিয়ে দিতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আমদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শকের মধ্যে হাতেগোনা কিছু অজি সমর্থক থাকবেন, বাকিরা ভারতের সমর্থক।কামিন্স বলেন, 'ভারতের মাটিতে বিশ্বকাপ। দর্শকরা বিরাটদের দিকেই ঝুঁকে থাকবেন। তাঁরা হই হই করবেন। কিন্তু পুরো চুপ করিয়ে দেওয়ার চেয়ে বড় মজা খেলার মাঠে কিছু হতে পারে না। আগামীকাল সেটাই আমাদের প্রধান লক্ষ্য হবে।তিনি এও জানান, 'ভারত বেশ ভালো দল। এটি একটি সমান ম্যাচ। ৬-৭ জন খেলোয়াড় আছে যারা ২০১৫ সালে জিতেছে, তাই তারা সেই অনুভূতিটি জানে এবং সেখানে যেতে ভয় পাবে না এবং সাহসী হয়ে খেলাটি চালিয়ে যাবে।'
যাবতীয় বিতর্কে জল ঢেলে কামিন্স বলেন, 'পিচ নিয়ে খুব একটা বেশি কিছু বুঝি না আমি। তবে পিচ বেশ শক্ত রয়েছে। ম্যাচের আগে আরও ২৪ ঘণ্টা বাকি, তার পর পিচের চরিত্র বোঝা যাবে। তবে আপাতত বেশ ভালো পিচ বলেই মনে হচ্ছে।' যদিও প্রথম থেকেই পিচ নিয়ে বেশি কিছু বলতে চাননি অজি অধিনায়ক। সেমিফাইনাল খেলার আগেও তিনি বলেছিলেন, পিচ নিয়ে আইসিসির সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রয়েছে।
নিয়ামক সংস্থার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্কারে হ্যাজলউড বলেন," ভারতের সবাই দারুণ ফর্মে রয়েছে। ওদের ভাল জোরে বোলার রয়েছে। ভাল স্পিনার রয়েছে। ব্যাটারেরাও সব দারুণ। ক্রিকেটের প্রতিটি বিভাগেই ওরা দুর্দান্ত।v
চেন্নাইয়ে প্রথম ম্যাচে ভারতের কয়েকটা ছোটখাটো দুর্বলতা আমাদের চোখে পড়েছে। কম রান তাড়া করতেও একটু সমস্যা হয়েছিল। আমরা দুটো উইকেট তাড়াতাড়ি তুলে নিতে পেরেছিলাম। "


