বিয়ের প্রলোভন দেখিয়ে রেডলাইট এরিয়ায় যুবতীকে বিক্রির চেষ্টা, জনতা তুলে দিল পুলিশের হাতে

বিয়ের প্রলোভন দেখিয়ে রেডলাইট এরিয়ায় যুবতীকে বিক্রির চেষ্টা, জনতা তুলে দিল পুলিশের হাতে
বাবলা বল, ইসলামপুর
বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে বিক্রির উদ্দেশ্যে কলকাতা থেকে এনেছিল ইসলামপুরে। রাস্তার মধ্যেই যুবক এক মহিলার হাতে যুবতীকে তুলে দেয়। যুবতী যেতে রাজি না হওয়ায় শুরু টানাহেঁচড়া। ঘটনা দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষের। তাঁরা বিষয়টি জানতে চান। কিন্তু অসংলগ্ন কথাবার্তা থেকে বিষয়টি বুঝতে অসুবিধে হয় সকলের। তখনই পুলিশে খবর দেন স্থানীয় মানুষ।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধেয় এক যুবতীকে একজন যুবক টানাটানি করছে দেখা যায়। প্রথমে মনে হয়েছিল বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়েছে। বাড়ির লোকজন ফিরিয়ে নিতে এসেছে। কিন্তু কিছুক্ষণ পরেই চিত্রটা পাল্টে যায়। দেখা যায় রেডলাইট এলাকার এক মহিলা সেখানে উপস্থিত। তাঁর হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছিল যুবতীকে। তখনই স্থানীয় বাসিন্দারা গিয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করেন। পরে পুলিশের হাতে সকলকে তুলে দেন।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, যুবতীর বাড়ি কলকাতায়। বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবক তাকে ইসলামপুরে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



