মদ্যপ অবস্থায় টোটো উল্টে দেওয়ার চেষ্টা, প্রতিবাদ করতেই মারধর, মালদায় জখম চার

মদ্যপ অবস্থায় টোটো উল্টে দেওয়ার চেষ্টা, প্রতিবাদ করতেই মারধর, মালদায় জখম চার
27 Nov 2022, 01:10 PM

মদ্যপ অবস্থায় টোটো উল্টে দেওয়ার চেষ্টা, প্রতিবাদ করতেই মারধর, মালদায় জখম চার

 

নারায়ণ সরকার, মালদা

   

মদ্যপ অবস্থায় টোটো নিয়ে ধাক্কাধাক্কি করছিল। চেষ্টা করছিল টোটো উল্টে দেওয়ার। এক টোটো চালকের এ হেন কাজের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন আর এক টোটো চালক। ওই টোটো চালককে বাঁচাতে এলে তাঁর বাবা, মা, ঠাকুমাও জখম হন। তাঁদের ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জখমরা হলেন টোটো চালক পলাশ ঘোষ(‌২৬), তাঁর বাবা বুদ্ধু ঘোষ(‌৫৫)‌, মা কাঞ্চন ঘোষ(‌৪৪)‌ এবং ঠাকুমা লক্ষ্মী ঘোষ(‌১০১)‌। ইংরেজ বাজার থানার বাঁধাপুকুরে বাড়ি তাঁদের। শনিবার সন্ধের দিকে বাঁধাপুকুর রেলগেটের কাছে টোটো দাঁড় করিয়ে রেখেছিলেন পলাশ। ওই সময় অভিযুক্ত অজিত ঘোষ মদ্যপ অবস্থায় এসে পলাশের টোটোটি উল্টোনোর চেষ্টা করে বলে অভিযোগ। প্রতিবাদ করলে মারধর শুরু করে অভিযুক্ত সহ আরও ৩ জন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Mailing List