মদ-গাঁজার ঠেকের প্রতিবাদ করায় প্রৌঢ়কে ভোজালির কোপ হাওড়ায়

মদ-গাঁজার ঠেকের প্রতিবাদ করায় প্রৌঢ়কে ভোজালির কোপ হাওড়ায়
সুলেখা চক্রবর্তী, হাওড়া
এলাকায় মদ ও গাঁজার ঠেকের প্রতিবাদ করায় এক প্রৌঢ়কে ভোজালির কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে উলবেড়িয়া থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার মহিষরেখা প্রাইমারি স্কুলের কাছে। ধৃত যুবকের নাম সুমন সিং। এই ঘটনায় গুরুতর জখম প্রফুল্ল কোঁড়া নামের এক প্রৌঢ়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহিষ রেখা প্রাইমারি স্কুলের কাছে একদল যুবক মদ ও গাঁজার ঠিক বসিয়েছিল। মদ্যপ অবস্থায় এবং নেশাগ্রস্ত অবস্থায় গালাগাল এবং কটুক্তিও করত। যা নিয়ে এলাকাবাসী ছিল তিতিবিরক্ত ছিল। অভিযোগ এই নিয়ে প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে হতো প্রতিবাদী মানুষকে। সোমবার সন্ধ্যেবেলাতেও একই ধরনের ঘটনা ঘটে এবং প্রতিবাদ করেন প্রফুল্ল বাবু। সেই সময়কার মতো পুরো বিষয়টি মিটে গেলেও সোমবার রাত দুটো নাগাদ পেশায় মাছ-বিক্রেতা প্রফুল্ল বাবু সাইকেলে চেপে যখন কুলগাছিয়ার দিকে যাচ্ছিলেন দিকে যাচ্ছিলেন তখন অতর্কিতে বাড়ি থেকে ভোজালি নিয়ে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সুমন সিং তাকে এলোপাতাড়ি কোপায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং অচৈতন্য হয়ে যান। বেশ কিছুক্ষণ যাবার পর আর এক মাছ ব্যবসায়ী ওই রাস্তা দিয়ে যাবার সময় রক্তাক্ত অবস্থায় লুকিয়ে থাকা প্রফুল্ল কোঁড়াকে দেখতে পান এবং তার বাড়িতে খবর দেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কলকাতায় এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ অভিযুক্ত যুবক সুমন সিং কে গ্রেফতার করেছে।


