হঠাৎ করেই আক্রমণ! তালিবানি আক্রমণে নিহত চার পাক সেনা

হঠাৎ করেই আক্রমণ! তালিবানি আক্রমণে নিহত চার পাক সেনা
আনফোল্ড বাংলা প্রতিবেদন: তালিবান সেনাদের আক্রমণে নিহত হয়েছেন পাকিস্তানের চার জন সেরা। এবং এই হামলায় আহত হয়েছেন আরও সাত জওয়ান। পাক সেনা সূত্রে খবর, বুধবার রাতে পশ্চিম খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলার দুটি চেকপোস্টে হঠাৎই হামলা চালায় আফগানিস্তানের সেনারা। পাক সেনা জানাচ্ছে, আফগান সেনারা অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালিয়েছে। গুলি এবং পাল্টা গুলির লড়াইয়ে চার পাক সেনা নিহত হয়েছেন। তাদের তরফে আরও জানানো হয়েছে পাকিস্তান থেকে সন্ত্রাস নির্মুল করার জন্য এই সীমান্তে কডা নজরদারি চলছে। নিষিদ্ধ তেহেরিক-ই তালিবান পাকিস্তান-এই ঘটনার দায়ভার স্বীকার করেছে। চিত্রাল জেলার ওসাস্তাই নিরাপত্তা চেকপোস্টে আফগানরা হামলা চালিয়ে দুইজন সেনাকে নিহত করে। এবং জানজিরিত চেক পোস্টের হামলায় দুইজন নিহত ও চারজন্য পাক সেনা আহত হয়েছেন। আহতদের চিত্রাল স্কাউট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবথেকে বেশি যিনি আহত হয়েছেন তাঁকে পেশোয়ারের সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘পাকিস্তানের নিরাপত্তারক্ষীরা সন্ত্রাসবাদকে নির্মূল করতে বদ্ধপরিকর। যে সাহসিকতার সঙ্গে পাক সেনারা তালিবানদের সঙ্গে লড়াই করেছে, তাদের কুর্নিশ জানানো হচ্ছে। নিহত সেনাদের আত্মত্যাগ সেনাবাহিনীর মনোবল আরও বৃদ্ধি করবে। স্থানীয় বাসিন্দারা এলাকার শান্তি নষ্ট যাতে না হয়, তারজন্য পাক সেনাদের পাশে দৃঢ় মনোভাব নিয়ে দাঁড়িয়েছেন।’’


