বছরের শুরুতেই প্রায় সাড়ে ১৭ লক্ষ পড়ুয়াকে ব্যাগ দেবে রাজ্য সরকার, কিভাবে ব্যাগের মান যাচাই করা হবে জানেন?
বছরের শুরুতেই প্রায় সাড়ে ১৭ লক্ষ পড়ুয়াকে ব্যাগ দেবে রাজ্য সরকার, কিভাবে ব্যাগের মান যাচাই করা হবে জানেন?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: আগামী বছরের শুরুতেই রাজ্যের সরকারি ও সরকারি সহায়তা প্রাপ্ত স্কুলের পড়ুয়াদের নতুন ব্যাগ দেবে রাজ্য সরকার। জানা গেছে এবছর ১৭ লাখ ৬৮ হাজার স্কুলব্যাগের বরাত দেওয়া হয়েছে। রাজ্য সরকারের নিজস্ব বিশ্ব বাংলা মার্কেটিং করপোরেশনকে এই ব্যাগের বরাত দেওয়া হয়েছে। এই বছরও পড়ুয়াদের বিশেষ ডিজাইনের নীল রংয়ের ব্যাগ দেবে স্কুলশিক্ষা দফতর। ওই ব্যাগ নিয়ে যাতে কোন রকম অনিয়মের রুখতে বিশেষ সতর্কতাও নেওয়া হচ্ছে। ব্যাগের গুণমান যাতে ঠিক থাকে, তার উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে। পড়ুয়াদের হাতে ব্যাগ তুলে দেওয়ার আগে তার গুণমান যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে। ব্যাগের মধ্যে ১০ কিলো ওজনের বই ঢুকিয়ে সেটাকে বেশ কিছুক্ষণ দেওয়ালে ঝুলিয়ে রাখা হবে।
তারপর ব্যাগটিকে এক মিটার উপর থেকে ফেলে দেখা হবে, সেটা কেমন থাকছে। লাঞ্চবক্স, পেন্সিল বক্স এবং ইনস্ট্রুমেন্ট বক্স রাখার জন্য ব্যাগে একাধিক পকেট থাকবে। ব্যাগের উপরে থাকবে বিশ্ববাংলার লোগো। তার নীচে পশ্চিমবঙ্গ সরকার কথাটি উল্লেখ থাকবে।২০১৬-য় প্রথম রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলের পড়ুয়াকে স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে ধারাবাহিক ভাবে স্কুল পড়ুয়াদের ব্যাগ উপহার দেয় রাজ্য সরকার।


