অন্ততপক্ষে একবার স্বামী-স্ত্রী ঘুরতে যান, উপকার পাবেন

30 May 2023, 05:45 PM
অন্ততপক্ষে একবার স্বামী-স্ত্রী ঘুরতে যান, উপকার পাবেন
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ বিবাহিত জীবন হল এক ম্যারাথন রেস। প্রথম থেকে খুব বেশি জোরে দৌঁড়লে পরে গিয়ে দম পাবেন না। তখন ভালোবাসার অভাবে রেস থেকে যাবে অসমাপ্ত। দাম্পত্য(relation) জীবনে স্বাস্থ্যকর জিনিস হলো সময় পেলেই ঘুরতে যাওয়া। বছরে একবার একটা বড়ো ভ্রমণ(travel) করে ফেলতে পারলেই দেখবেন বিরাট সব সমস্যার সহজ সমাধান করে ফেলতে পেরেছেন। নিজেরা ভালো রয়েছেন।
- পাহাড়ের কোলে কিংবা সমুদ্রের ধারে। চাইলে ঘন সবুজ বনানীর মধ্যেও হাটতে যেতে পারেন। শুধু একবার বেরিয়ে পড়ুন। প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্যে মনের ভেতর চলবে ঠান্ডা হাওয়া। যে কোনও মন খারাপের ওষুধ এটি।
- ঘরের চার দেয়ালের ভেতর একই রুটিন মেনে চলতে চলতে একঘেয়েমি হয়ে গেছে জীবন। এমনকি সম্পর্কের জমিতেও জমা হয় শ্যাওলা। সেই শ্যাওলায় পা পিছলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এই একঘেয়েমি কাটাতে বেরিয়ে পড়ুন। ঘুরতে গেলেই দেখবেন দাম্পত্যে ফিরেছে প্রাণ।
- একটা সময়ের পর বিবাহিত জীবনে আর কিছুই অবশিষ্ট থাকে না। তখন পাশাপাশি থাকাটা রুটিনে পরিণত হয়। যেন থাকতে হয় বলেই থাকা। তবে আপনাকে এই রুটিন ভাঙতে হবে। তাই ঘরের বাইরে দু' পা ফেলে স্বামী-স্ত্রী বেরিয়ে পড়ুন। হারিয়ে যাওয়া সেই আকর্ষণ ফিরে পাবেন। সম্পর্কে প্রবেশ করবে অক্সিজেন।
- ব্যস্ত জীবনে অনেক সময় একে অপরকে সময় দেওয়া হয়ে ওঠে না। সেখানে শুধু থাকে কাজ আর কাজ। কিন্তু এই সমস্যার সহজ সমাধান করে দিতে পারে একটা ছোট্ট ভ্রমণ। তাই আর দেরি না করে আজই টিকিট বুকিং, হোটেল বুকিং করে নিন। আর ছকে ফেলুন রুট ম্যাপ।
- ঘুরতে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া শক্ত হয়। আসলে বাইরে কোথাও গেলে সেখানকার মতো করে জীবনযাত্রায় অভ্যস্ত হতে হয়। যার ফলে ঘুরতে গিয়ে সহনশীলতা আপনার মধ্যে এমনিই চলে আসবে।


