দিল্লিতে ভয়াবহ আগুনে পুড়ে মৃত অন্তত ২৭ জন, আহতের সংখ্যা ৪০ এর বেশি

দিল্লিতে ভয়াবহ আগুনে পুড়ে মৃত অন্তত ২৭ জন, আহতের সংখ্যা ৪০ এর বেশি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভয়াবহ অগ্নিকান্ড। আর তাতে পুড়ে মৃত্যু হল অন্তত ২৭ জনের। পুড়ে আহত হয়েছেন ব৬হু মানুষ। তাঁদের ভর্তি করা হয়েচে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিন তলা বাড়িতে। ওই বাড়িটিতে ভাড়া নিয়ে একাধিক অফিস চলতো।
ঘটনার খবর পেয়েই দমকল ও উদ্ধারকারী দল পৌঁছেছে। পৌঁছেছে পুলিশও। সূত্রের খবর, প্রায় ৫০-৬০ জনকে উদ্ধার করা গিয়েছে। গুরুতর আহত প্রায় ৫০ জনের মতো। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে। ভেতরে আরও অনেকেই থেকে গিয়েছে বলে আশঙ্কা। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives in the fire in Delhi. The injured would be given Rs. 50,000 : PM @narendramodi
ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তারই সঙ্গে মৃত ব্যক্তির পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন। টুইটে তিনি এই বার্তা দেন।
কিভাবে আগুন লাগলো তা অবশ্য এখনও জানা যায়নি। পুলিশ ও প্রশাসন জানিয়েছে, আগে আগুন নি।যয়ন্ত্রণে আনা জরুরি। যদি কেউ বেতরে আটকে থাকেন তাঁদেরও উদ্ধার করা সবার আগে প্রয়োজন। তারপরই আগুন লাগার কারণ নিয়ে তদন্ত করা যাবে।



