পাহাড় থেকে গড়িয়ে পড়ল পাথরে চাঁই, মৃত অন্তত ১৭

পাহাড় থেকে গড়িয়ে পড়ল পাথরে চাঁই, মৃত অন্তত ১৭
18 Sep 2023, 09:14 PM

পাহাড় থেকে গড়িয়ে পড়ল পাথরে চাঁই, মৃত অন্তত ১৭

আনফোল্ড বাংলা প্রতিবেদন: পাহাড়ের নিচে সুন্দর একটি গ্রাম। ছোট ছোট ঘর। হঠাৎই পাহাড় থেকে নেমে এল পাথরের চাঁই। সঙ্গে সঙ্গে ধূলিসাৎ হয়ে গেল একের পর এক বাড়ি। নিহত হলেন বেশ কয়েকজন বাসিন্দা। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটল কঙ্গোতে। এখনও পর্যন্ত পাওযা খবর অনুযায়ী, প্রবল ধসে নিহত হয়েছেন অন্তত ১৭ জন। মোঙ্গালা প্রদেশের কঙ্গো নদীর ঠিক পাশে পাহাড়ের নিচে মোঙ্গালা প্রদেশের লিসাই শহরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এখানে গত কয়েকদিন ধরেই টানা ভারী বৃষ্টি হচ্ছে। এদিন হঠাৎই পাহাড় থেকে হুড়মু়ড়িয়ে পাথরের চাঁই নেমে আসে। সংবাদসংস্থা জানাচ্ছে, বৃষ্টির কারণেই পাহাড়ে ধস নামে। ধ্বংসাবশেষের তলায় আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইতিমধে‌্যই উদ্ধারকার্য শুরু হয়েছে। উদ্ধারকারীদের তরফে বলা হয়েছে, মৃতের সংখ‌্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তুপের তলায় আটকে থাকতে পারেন অনেকেই। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মোঙ্গালা প্রদেশের গভর্নর। তিনি জানিয়েছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে এই বিপর্যয়। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করার জন্য আরও উন্নত যন্ত্রপাতি প্রয়োজন। দুর্ঘটনাগ্রস্তদের বাঁচানোর সবরকম চেষ্টা প্রশাসন করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Mailing List