প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গ্রিস, তুরস্ক ও বুলগেরিয়া, মৃত অন্তত ১২ জন

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত গ্রিস, তুরস্ক ও বুলগেরিয়া, মৃত অন্তত ১২ জন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভয়াবহ বৃষ্টি এবং মারাত্মক ঝড়ে প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রিস, তুরস্ক এবং বুলগেরিয়ার কিছ অংশ। উদ্ধারাকীর দল ইতিমধ্যে আরও চারটি মৃতদেহ উদ্ধার করছে। যার ফলে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত বেড়ে দাঁড়াল ১২ জন। বুলেগেরিয়ার সীমান্তের কাছে উত্তর-পশ্চিম তুরস্কের প্রবল বন্যায় নিহত মানুষের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তুরস্কের পশ্চিম অংশে বন্যায় দু’জন মারা গেছেন। এছাড়া অসংখ্য বাড়ি ও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকা পুরোপুরি জলের তলায় তিলিয়ে গেছে। প্রধান সড়কের আশপাশে আরও দুইজন মারা গেছেন। ঝড়ের কাণে এলাকার অসংখ্য বাড়ি প্লাবিত হয়ে গিয়েছে। ক্রমাগত বাড়তে থাকা জলে সতেরোশোরও বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুলগেরিয়ায় বর্ষনের কারণের কৃষ্ণসাগরের দক্ষিণ অংশে বন্যা হয়েছে। মারা গেছেন এক পর্যটক। তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। সীমান্ত পুলিসের জাহাজ এবং ড্রোনগুলি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কাজে ব্যবহার হচ্ছে। স্থানীয় প্রশাসনিক কর্তা জানিয়েছেন, বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলের পুরো দক্ষিণাঞ্চলে প্রায় সাড়ে চারহাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গ্রিসে, রেকর্ড বৃষ্টিপাতের ফলে প্রধান শহর ভোলোসের কাছে কমপক্ষে দুইজন নিহত এবং তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার ডিপার্টমেন্ট বলেছে যে মঙ্গলবার একটি প্রাচীর ভেঙে এক ব্যক্তির উপর পড়লে ও ব্যক্তি মারা যান। এছাড়া আরও একজন মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


