সরকারি প্রকল্পের জন্য জমি দান করলেন বাগনানের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক রহমান

সরকারি প্রকল্পের জন্য জমি দান করলেন বাগনানের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক রহমান
সুলেখা চক্রবর্তী, হাওড়া
উন্নয়নের জন্য সরকারি কাজে জমি দান করে নজির গড়লেন বাগনান এক ব্লকের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক রহমান। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে "সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্টে"র কাজ চলছে। মানুষের ব্যবহৃত বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থকে তিন ভাগে ভাগ করে ব্যবহার করার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতে একটি করে সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট প্রোজেক্ট তৈরি করা হচ্ছে। এই কাজের ক্ষেত্রে উপযুক্ত জমি একটা ফ্যাক্টর বলে অনেক ক্ষেত্রে কাজ আটকেও থাকছে বলে অভিমত ব্লক স্তরের আধিকারিকদের। এই প্রকল্পের জন্য বাঙালপুর গ্রাম পঞ্চায়েতে যখন জমির সমস্যা হয়েছিল তখন আর দ্বিতীয়বার ভাবেননি বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আশিক রহমান। নিজের দশ কাঠা জমি দান করে দেন। জমি জট কাটায় প্রকল্পের কাজও দ্রুত শেষ হয়। রবিবার বাঙালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া মৌজার বাড়ভগবতীপুরে তৈরী হওয়া "সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট" প্রোজেক্ট উদ্বোধন করলেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন। এদিন অরুনাভ বাবু সরকারি কাজ রূপায়ণ ও মানুষকে পরিষেবা দেওয়ার জন্য উপপ্রধানের এ হেন কাজের ভূয়সী প্রশংসা করেন। উপস্থিত ছিলেন বাগনান এক ব্লকের বিডিও অভিষেক দাস, বাগনান ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন প্রমুখ,সহ সভাপতি পঞ্চানন দাস প্রমুখ


