শাহ দিল্লী ফিরতেই পদ্মশিবিরে ব‍্যাপক ভাঙন ধরালো তৃণমূল, যোগ দিলেন কারা?

শাহ দিল্লী ফিরতেই পদ্মশিবিরে ব‍্যাপক ভাঙন ধরালো তৃণমূল, যোগ দিলেন কারা?
19 Dec 2022, 12:52 AM

শাহ দিল্লী ফিরতেই পদ্মশিবিরে ব‍্যাপক ভাঙন ধরালো তৃণমূল, যোগ দিলেন কারা?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সবেমাত্র কলকাতা ঘুরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাওয়ার আগে পইপই করে সুকান্ত, দিলীপ, শুভেন্দুদের বলে গেলেন, নিচুতলার কর্মীদের দলে ধরে রাখার জন্য তাদের কাছে পৌঁছোতে হবে। কেন গেরুয়া শিবিরের ভোট বাম শিবিরে চলে যাচ্ছে, সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন। বঙ্গ বিজেপির অবস্থা যে তথৈবচ সেটা বুঝতে পেরেই বেশ কিছু নিদান দিয়ে গেলেন শাহ। আর তিনি যেতে না যেতেই বিজেপির প্রায় ১০০ জন নেতাকর্মী হাতে তুলে নিলেন তৃণমূলের ঘাসফুল পতাকা। সামনেই পঞ্চায়েত নির্বাচন।  তার আগে বিজেপির শিবিরে এরকম বড় ভাঙন ধরাল তৃণমূল। ঘটনাটি ঘটেছে কোচবিহারে।

কোচবিহারের বিজেপির ১৪ নম্বর মন্ডলের ৭ নম্বর শক্তি প্রমুখ এর সঙ্গে প্রায় ১০০ জন নেতাকর্মী কোচবিহার জেলা তৃণমূলের সভাপতির হাত ধরে তৃণমূলে যোগ দেন। যখন বিজেপি ঘুরে দাঁড়াতে চাইছে, দলের ভঙ্গুর অবস্থা থেকে বেরোনোর জন্য পথ খুঁজছে, তখনই ফের জোরালো ধাক্কা দিল তৃণমূল। পঞ্চায়েত ভোটকে লক্ষ্য রেখে তৃণমূল, বিজেপি, সিপিএম, সকলেই নিজেদের ভিত মজবুত করতে নেমে পড়েছে।  আর সেই সময় দাঁড়িয়ে বিজেপির একেবারে গুরুত্বপূর্ণ প্রায় ১০০ নেতাকর্মীর দলত্যাগ গেরুয়া শিবিরকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিল। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি বলেন, তৃণমূল কর্মীরা গোষ্ঠীদ্বন্দ্বের কারণে অতিষ্ঠ হয়ে তৃণমূল ছেড়ে বিভিন্ন এলাকায় বিজেপিতে যোগদান করছেন। তবে তৃণমূল আবার কিছু জায়গায় আমাদের কর্মীদের ভয় দেখিয়ে জোর করে দলে যোগদান করাচ্ছে।  তবে যতই ভয় দেখিয়ে ঘাসফুল পতাকা হাতে তুলে দিক, ওরা বিজেপিই থাকবে। তৃণমূলের পতাকা নিলেও ওরা তৃণমূলের কর্মী কোনোদিনই হবে না।

 এদিকে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ বলেন, তৃণমূল সাংগঠনিকভাবে ফলিমারি গ্রাম পঞ্চায়েতে দুর্বল ছিল। গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে এই সমস্ত নেতাকর্মীরা বিজেপির হয়ে এলাকায় কাজ করেছেন। যে কারণে নির্বাচনগুলিতে তৃণমূল ভালো ফল করতে পারেনি।  তাই তারা তৃণমূলে যোগদান করায় এলাকায় সংগঠন শক্তিশালী হবে।

Mailing List