মালদহে বেআইনি ওষুধ মজুত করার অপরাধে আটক

মালদহে বেআইনি ওষুধ মজুত করার অপরাধে আটক
03 Dec 2022, 09:10 PM

মালদহে বেআইনি ওষুধ মজুত করার অপরাধে আটক ৫

 

নারায়ণ সরকার, মালদা

      

মালদা শহরের বুকে প্রাথমিক স্কুলের লাগোয়া একটি বাড়িতে রমরমিয়ে বেআইনি ওষুধ মজুদ করে বেআইনি কারবারের অভিযোগ। ঘটনায় আটক চার ব্যবসায়ী সহ বাড়ির মালিক।

 জানা গিয়েছে, মালদা শহরের বাশঁবাড়ি এলাকার নরেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের পাশে রয়েছে আজাদ শেখের বাড়ি। কয়েক মাস আগে চারজন যুবককে ভাড়া দিয়েছিলেন তিনি। এরপরই চারজন যুবক মিলে বাড়িতে বেআইনিভাবে ঘুমের ওষুধ মজুদ করে রাখত এবং সেগুলোকে বাজারে বিক্রি করতে বলে অভিযোগ। সেমতো অবস্থায় পুলিশ শনিবার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালায় সেই প্রাথমিক স্কুল লাগোয়া বাড়িতে। সেখানে সকলের চক্ষু চরক গাছ। দেখা মেলে বেআইনিভাবে মজুদ করে রাখা ওষুধের রমরমিয়ে কারবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত ঘুমের ওষুধ এবং নেশা জাতীয় ওষুধ অবৈধভাবে মজুদ করত এবং সেগুলিকে বাজারে বিক্রি করতো বলে অভিযোগ।

আপাতত ইংরেজ বাজার থানার পুলিশ চারজন যুবক-সহ বাড়ির মালিককে আটক করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। আটক তিনজন যুবকের বাড়ি পুরাতন মালদার পাড়া সামুনডাই এলাকায় এবং একজনের বাড়ি দক্ষিণ দিনাজপুরে।

Mailing List