সেনাবাহিনীর ট্রাক পড়লো তিস্তা নদীতে, ডুবুরি নামিয়ে খোঁজ চলছে  

সেনাবাহিনীর ট্রাক পড়লো তিস্তা নদীতে, ডুবুরি নামিয়ে খোঁজ চলছে   
01 Apr 2023, 10:15 PM

সেনাবাহিনীর ট্রাক পড়লো তিস্তা নদীতে, ডুবুরি নামিয়ে খোঁজ চলছে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: তিস্তা নদীতে পড়ে গেল সেনাবাহিনীর একটি ট্রাক। শনিবার নদী সংলগ্ন এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক গ্যাংটক থেকে জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় রম্বীর কাছে রাস্তা থেকে ছিটকে গিয়ে সেনার ঐ ট্রাকটি সোজা তিস্তা নদীতে পড়ে যায়। সেনাবাহিনীর ওই ট্রাকে চালকসহ দুইজন ছিলেন। তার মধ্যে একজন নদীতে পড়ে যাওয়ার আগেই চলন্ত ট্রাক থেকে ঝাঁপ দেন। যিনি চলন্ত ট্রাক থেকে ঝাঁপ দেন, তিনি আহত হওয়ায় তাকে সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অন্যদিকে সেনাবাহিনীর ট্রাকটির চালক গাড়ি-সহ তিস্তা নদীতে পড়ে যান। সেনাবাহিনীর তরফে ডুবুরি নামিয়ে তার খোঁজ করা হচ্ছে। ক্রেন দিয়ে টেনে ওই ট্রাকটিকে নদীর ওপরে তোলার চেষ্টা করা হচ্ছে। সেনা সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য খোঁজ শুরু হয়েছে। কালিম্পংয়ের পুলিশ সুপার পুরো ঘটনাটির উপরে নজর রাখছেন।

Mailing List