অর্জুন-বাণে বিদ্ধ পুলিশ, বিরোধী নেতার ঢঙে পুলিশকে আক্রমণ করে অস্বস্তিতে ফেললেন শাসক দলকে

অর্জুন-বাণে বিদ্ধ পুলিশ, বিরোধী নেতার ঢঙে পুলিশকে আক্রমণ করে অস্বস্তিতে ফেললেন শাসক দলকে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: অর্জুন বাণে বিদ্ধ এবার পুলিশ। বিজেপি থেকে জিতে সাংসদ হওয়ার পর এখন শাসক তৃণমূলেই রয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun singh)। ঠিক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতোই এবার তিনি বিঁধলেন পুলিশকে (Police)।
ব্যারাকপুরের ডাকাতি ও খুনের ঘটনায় তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন। বললেন, ‘‘যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, সেখানে নিজে ভিভিআইপি নিরাপত্তা নিতে লজ্জা হয়। ব্যারাকপুরের সাংসদ হয়ে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারছি না। এ দিকে আমি নিজে ভিভিআইপি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছি।’’
বুধবার সন্ধ্যায় ব্যারাকপুরের (Barrackpore) আনন্দপুরী এলাকায় একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এলাকাটি জনবহুল। তবু দুষ্কৃতীরা সহজেই দোকানে ঢোকে। বাধা দিতে গেলে দোকানের মালিককে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তাতে প্রাণ হারান মালিকের ছেলে নীলাদ্রি সিংহ। এই ঘটনায় এ পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরই পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন এলাকার সাংসদ অর্জুন সিং।
এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে অর্জুন সিং বলেন, ‘‘জেল থেকে বসে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হচ্ছে। জেল থেকে বসেই বিরিয়ানি ব্যবসায়ীদের কাছে স্করপিও গাড়ি চাওয়া হচ্ছে। মোটা টাকা তোলা চাওয়া হচ্ছে। কখনও বাইরের জেল থেকে, আবার কখনও সেন্ট্রাল জেল থেকে। এঁদের যাঁরা কালেক্টর তাঁদের গ্রেফতার করলেই আসল মাথা পাওয়া যাবে।’’ এখানেই শেষ করেননি তিনি। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছিলেন বলেও তাঁর দাবি। সঙ্গে আক্ষেপ, ‘‘পুলিশকে তিন মাস আগে বলেছি, এদের ধরতে।’’ কিন্তু পুলিশ কিছুই করেনি বলে তাঁর আক্ষেপ। তাঁর এই বক্তব্যে শাসক দল যে অস্বস্তিতে পড়বে তা বলার অপেক্ষা রখে না।


