নিয়োগ দুর্নীতি নিয়ে এবার নীরবতা ভাঙলেন অর্জুন সিং, কী বললেন ব্যারাকপুরের দলবদলু সাংসদ?

নিয়োগ দুর্নীতি নিয়ে এবার নীরবতা ভাঙলেন অর্জুন সিং, কী বললেন ব্যারাকপুরের দলবদলু সাংসদ?
আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল নেতা ও ব্যারাকপুরের দলবদলু সাংসদ অর্জুন সিং। অর্জুনের দাবি, এখন মানুষ আমাদের খারাপ চোখে দেখছে। টিভিতে যে ভাবে টাকার পাহাড় দেখানো হয়েছে তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। দু’জন চুরি করেছে আর তার জেরে ৯৮ শতাংশের ওপর প্রশ্নচিহ্ন লেগে গিয়েছে। সদ্য বিজেপি থেকে তৃণমূলে ফেরা ব্যারাকপুরের সাংসদের এই মন্তব্য নিয়ে ফের শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।
অর্জুন বলেন, টাকার পাহাড় দেখিয়ে সারা বাংলায় দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দু’জন চুরি করছে, আর তৃণমূলের ৯৮ শতাংশ নেতা, কর্মীর ওপরে কিন্তু প্রশ্নচিহ্ন লেগে যাচ্ছে যে, এরা সব চোর। যাঁরা চুরি করেছে সেই দু’জনকে চিহ্নিত করতে হবে। এমনই কিছু মানুষের জন্য আমাদের সবারই সমস্যা হচ্ছে। অনেক রকম প্রশ্ন ট্রেনে, বাসে শুনতে হচ্ছে। মানুষ কিন্তু একটু খারাপ নজরে দেখছে। তিনি বারবার বলেন, মানুষ কিন্তু সব নজরে রাখছে। তাঁর এই মন্তব্যে অনেকেই অন্য বার্তা খুঁজে পাচ্ছেন। কারণ, দলে ফেরানো হলেও এখনও পর্যন্ত অর্জুন সিংকে কিন্তু দল সেভাবে কাজে লাগায়নি। কোনও দায়িত্বও দেয়নি। ফলে দল নিয়ে তাঁর ক্ষোভ রয়েছে, এটা পরিষ্কার। অর্জুন সিংয়ের ছেলে ও ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং কিন্তু এখনও বিজেপিতেই রয়ে গিয়েছেন।
দলের অন্দরের সমীকরণ বলছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতির অঙ্কে অর্জুন সিং এখন কোণঠাসা। সেখানে দাঁড়িয়ে সাংসদের মুখে দলের দুর্নীতি নিয়ে মন্তব্য সামনে আসতেই জলঘোলা শুরু হয়েছে। তাঁর আগে অবশ্য দলের আরও এক বর্ষীয়ান নেতা ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেন, দলে সবাই খারাপ, তা হতে পারে না। এই যে টাকার পাহাড় দেখা গেছে, লোকের কাছে আমরা কী জবাব দেব? এই বিড়ম্বনা তো আছে! লজ্জাও আছে। তবে সবাই দলের ভাবমূর্তি পরিষ্কার করার পক্ষেই সওয়াল করেন। এবার সেই তালিকায় চলে এলেন অর্জুন সিংও।


