একগাদা দাম আরিয়ানের পোশাক ব্র্যান্ডের ! প্রতিশ্রুতি দিলেন শাহরুখ

একগাদা দাম আরিয়ানের পোশাক ব্র্যান্ডের ! প্রতিশ্রুতি দিলেন শাহরুখ
11 May 2023, 07:00 PM

একগাদা দাম আরিয়ানের পোশাক ব্র্যান্ডের ! প্রতিশ্রুতি দিলেন শাহরুখ

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ জীবনের এক নতুন ইনিংস শুরু করেছেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আতিয়ান খান। ২৬ পেরনোর আগেই এসেছে সাফল্য। আর ছেলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন খোদ অভিনেতা। অন্যদিকে বাবাকে পাশে নিয়েই এবার কেরিয়ার গড়তে চাইছেন আরিয়ান খান।
২০২২ সালে নিজের প্রিমিয়াম ভদকার ব্র্যান্ড লঞ্চ করেছিলেন শাহরুখ পুত্র। এবার গত মাসেই প্রকাশ্যে এসেছে তাঁর পোশাকের প্রথম কালেকশন। D’YAVOLX নামে একটি লাক্সারি কালেকশন লঞ্চ করেছেন তিনি। মাত্র একদিনের মধ্যেই সোল্ড আউট হয়ে গেছে সমস্ত পোশাক। এছাড়া ৫০ লাখের হুডিও বিক্রি হয়ে গেছে হু হু করে।
আর এই পোশাকের ব্র্যান্ডের আকাশ ছোঁয়া দাম দেখে ভ্রু কুঁচকেছেন অনেকেই। সামাজিক মাধ্যমে হয়েছে বেশ জলঘোলা। এসবের মধ্যেই অভিনেতার এক ভক্ত শাহরুখকে ট্যাগ করে একটি টুইট করেন। তাঁকে জবাব দিতে ভোলেননি পর্দার ‘পাঠান’।
অভিনেতার এক ভক্ত টুইটে লেখেন, ‘D’YAVOLX ব্র্যান্ডের পোশাকের দাম একটুখানি কম করুন। এই পোশাক কিনতে গেলে বাড়িঘর সব বিক্রি করে দিতে হবে। ১০০০ কিংবা ২০০০ এর মধ্যে জ্যাকেট বানিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এই টুইটটি রিটুইট করেছেন অভিনেতা। জবাবে তিনি লিখেছেন, 'D’YAVOLX এরা আমাকেও কম দামে পোশাক বিক্রি করতে চাইছে না। খুব তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে'।

Mailing List