স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে

স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। দুয়ারে সরকার-এর প্রথম দিনে নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান মুখ্যসচিব এইচ কে দ্বিবেদি। তিনি নিজে এদিন হুগলির চণ্ডীপুরে কয়েকটি দুয়ারে সরকার শিবির ঘুরে দেখেন। তিনি বলেন, প্রথম দিন সারা রাজ্যে ১৫ হাজার ১৩২ টি শিবির হয়েছে। বিকাল সাড়ে চারটে পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষের বেশি মানুষ শিবিরগুলিতে এসেছেন।
সবচেয়ে বেশি শিবির হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। তার পরেই আছে মুর্শিদাবাদ জেলা। উত্তর ২৪ পরগনায় ২০১১ টি শিবির হয়েছে। সেখানে মোট ৪৭ হাজার ৫০২ জন এসেছেন। দক্ষিণ ২৪ পরগনায় ১৭৪৯ টি শিবির হয়েছে। মোট ৬২ হাজার ৭৯০ জন এসেছেন। মুর্শিদাবাদে ১ হাজার ২২৬ টি শিবিরে প্রথম দিনেই এসেছেন এক লক্ষেরও বেশি মানুষ।


