গরু পাচার মামলায় ফের সিবিআইয়ের হাজিরা এড়াচ্ছেন অনুব্রত

গরু পাচার মামলায় ফের সিবিআইয়ের হাজিরা এড়াচ্ছেন অনুব্রত
07 Aug 2022, 07:53 PM

গরু পাচার মামলায় ফের সিবিআইয়ের হাজিরা এড়াচ্ছেন অনুব্রত

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গরু পাচার মামলায় ফের সিবিআইয়ের হাজিরা এড়ালেন অনুব্রত। সোমবার নিজাম প্যালেসে অনুব্রত মন্ডলকে ফের তলব করেছিল সিবিআই। কিন্তু ওইদিন সিবিআইয়ের সামনে তিনি হাজির হতে পারছেন না। রবিবার ই-মেল করে সিবিআইকে তা জানিয়েও দিলেন তিনি। এদিন সংবাদমাধ্যমে এমনই দাবি করেছেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি।

ই-মেলে তাঁর অনুপস্থিতির কারণ দেখিয়েছেন অনুব্রত। মেলে তিনি জানিয়েছেন, তিনি অসুস্থ। তাঁর চিকিৎসা চলছে। তাই হাজিরার জন্য তাঁকে আরও সময় দেওয়ায় আবেদন জানান তৃণমূল নেতা। সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের আবেদন খতিয়ে দেখছে সিবিআই। কিন্তু তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হল তা রবিবার সন্ধ্যে পর্যন্ত জানা যায়নি। গোরু পাচার মামলায় ইতিমধ্যেই অনুব্রত মন্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে এরই মধ্যে গ্রেফতার করেছে সিবিআই। এর পাশাপাশি সিবিআই টানা ১০ ঘণ্টা জেরা করেছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলকে। তল্লাশি চালানো হয় বীরভূমে আরও দুই তৃণমূল নেতা কেরিম খান ও তার সহযোগী জিয়াউল হকের বাড়িতেও। এদের বাড়ি থেকে বিপুল সংখ্যায় জমির দলিল, কিছু দামী গাড়ির কাগজপত্র, ৪০টির বেশি ডাম্পারের নথি, বেশকিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, বিপুল টাকা লেনদেনের নথি ও বেশ কিছু নগদ টাকাও পাওয়া গিয়েছে বলেই সুত্র মারফৎ জানা গিয়েছে।

এর আগে গত ৩ অগাস্ট কলকাতা ও বীরভূম মিলিয়ে মোট ১৩টি জায়গায় তল্লাশি চালায় ইডি ও সিবিআই। গরু পাচারকাণ্ডে জেরার জন্য অনুব্রতকে মোট ৫ বার তলব করেছিল সিবিআই। পঞ্চমবার নোটিস পাওয়ার পর তিনি কলকাতায় আসেন। কিন্তু হাজিরা দেওয়ার পরিবর্ত এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে যান। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাঁকে ফের নোটিস পাঠায় সিবিআই। সেই নোটিস পেয়ে হাজিরা দেন অনুব্রত। টানা ৪ ঘণ্টা তাকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Mailing List