সাক্ষীদের পাশে বিশ্ব সংস্থা, তদন্তে আস্থা রাখার অনুরোধ অনুরাগের

সাক্ষীদের পাশে বিশ্ব সংস্থা, তদন্তে আস্থা রাখার অনুরোধ অনুরাগের
31 May 2023, 07:15 PM

সাক্ষীদের পাশে বিশ্ব সংস্থা, তদন্তে আস্থা রাখার অনুরোধ অনুরাগের

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: সাক্ষী (sakshi) বজরংদের পাশে বিশ্ব কুস্তি সংস্থা। একটি বিবৃতিতে বলা হয়েছে, যেভাবে কুস্তিগিরদের (wrestler) মারধর করে আটক করা হয়েছে, তাদের প্রতিবাদ স্থল থেকে উচ্ছেদ করেছেন প্রশাসনিক আধিকারিকরা, তা অত্যন্ত নিন্দনীয়। কয়েকদিনের মধ্যেই কুস্তিগিরদের সঙ্গে দেখা করতে আসবেন সংস্থার প্রতিনিধিরা।

দীর্ঘদিন ধরেই নির্বাচন হয়নি ভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India)। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি অ্যাড হক কমিটি গঠন করা হয়েছে ফেডারেশনের আবতীয় কাজকর্ম পরিচালনা এবং নির্বাচন করার জন্য। এই প্রেক্ষাপটে কড়া বার্তা দিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা। রেসলার ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্দেশ্যেও হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা বলেছে, 'পরবর্তী সাধারণ নির্বাচনী সভাতে ভারতীয় ফেডারেশনের থেকে আরও বিস্তারিত তথ্য চাইবে বিশ্ব কুস্তি সংস্থা। এই নির্বাচনী সভার জন্য প্রাথমিক ভাবে ৪৫ দিন সময়সীমা বেঁধে দেওয়া হলো। ভারতীয় কুস্তি ফেডারেশন তথ্য দিতে ব্যর্থ হলে তাকে সাসপেন্ড করবে বিশ্ব কুস্তি সংস্থা। আর সমস্ত প্রতিযোগী একটি নিরপেক্ষ পতাকা নিয়ে খেলবে।'

সংবাদ সংস্থাকে অনুরাগ জানিয়েছেন, 'এমন কোনও পদক্ষেপ যেন কুস্তিগিররা না করেন, যা খেলা এবং ভাবী কুস্তিগিরদের ক্ষতি করে। আমরা সবাই খেলাধুলো এবং ক্রীড়াবিদদের পক্ষে।' দেশের কৃতি কুস্তিগিরদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে তিনি জানালেন, দিল্লি পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন কুস্তিগিররা। এমন কিছু কুস্তিগিররা যেন না করেন, যা সার্বিক ভাবে খেলাটাকে ছোট করে এবং খেলাটার ক্ষতি করে।

ভারতীয় কিষান মোর্চার নেতা নরেশ টিকায়েত ঘোষণা করেছেন কুস্তিগীরদের আন্দোলনকে এবার সর্বভারতীয় রূপ দেওয়া হবে। তারই প্রথম কর্মসূচি হিসাবে বৃহস্পতিবার সাউরামে মহাপঞ্চায়েত করা হবে। সেইসঙ্গে একটি সভাও অনুষ্ঠিত হবে। এই সভায় বক্তব্য রাখবেন দেশের তারকা কুস্তিগীররা।

Mailing List