তৃণমূল কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রত মন্ডলের ছবি! চাঞ্চল্য বীরভূমে

তৃণমূল কার্যালয় থেকে মুছে ফেলা হল অনুব্রত মন্ডলের ছবি! চাঞ্চল্য বীরভূমে
শুভদ্বীপ গুঁই, বীরভূম
এক সময় বীরভূমে তাঁর কথাই শেষ কথা ছিল। নিন্দুকেরা বলেন, তাঁর কথা ছাড়া নাকি গাছের পাতাও নড়তো না! পুলিশকে বোম মারার হুমকি দিতেন তিনি। গুড়, বাতাসা, চড়াম চড়ান – কত নতুন নতুন নিদান দিতেন। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হত।
কিন্তু গরু পাচার মামলায় এখন তিনি জেল হেফাজতে। যদিও তারপরেও নাকি তাঁরই নির্দেশ বীরভূমে চলতো দল। এমন কথা বলতেন দলের নেতারাই। সেই চিত্রটা এবার কী পাল্টে যাচ্ছে? কারণ, এবার তৃণমূল কার্যালয় থেকেই নাকি মুছে ফেলা হচ্ছে অনুব্রত মন্ডলের ছবি।
সামাজিক মাধ্যমে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা তা নিয়ে কটাক্ষে ভরা একটিরাজনৈতিক পোস্টও করেছেম। আর এই পোস্টে নানুরের হোসেনপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির ছবির ঠিক পাশে থাকা একটি ছবি কার্যত মুছে ফেলা হয়েছে। আর সেই পোস্টে অনুপম হাজরা লিখেছেন,'নানুরের হোসেনপুর গ্রামের তৃণমূল কার্যালয়ে অনুব্রত মন্ডলের ছবি মুছে ফেলা হলো !!! দিদিমণি তো আগেই মুছে দিয়েছেন মন থেকে, এবার দেওয়াল থেকে মোছা শুরু !! আস্তে আস্তে permanently "ছবি" হয়ে যাবেন !! তৃণমূলে একটাই নীতি - চুরি করে যতদিন তুমি পার্টিকে দিতে পারবে ততদিন তুমি "Good Boy" আর ধরা পড়লেই পার্টি তোমাকে চেনে না !!!'
অনুপম হাজরা এটাও বলেন যে, এক সময় দুই মেরুতে ছিল বীরভূমের দুই তৃণমূল নেতা। একদিকে অনুব্রত মন্ডল, অন্যদিকে কাজল শেখ। এখন অনুব্রত ম্নডলের জমানা শেষ। কাজল শেখের জমানা শুরু। তার জন্যই এটা হচ্ছে।’’


