এক মাসে দু তিনটে জমিও কিনেছেন অনুব্রত, দাবি সিবিআইয়ের  

এক মাসে দু তিনটে জমিও কিনেছেন অনুব্রত, দাবি সিবিআইয়ের   
13 Aug 2022, 07:32 PM

এক মাসে দু তিনটে জমিও কিনেছেন অনুব্রত, দাবি সিবিআইয়ের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ সিবিআইয়ের হাতে আসা নথি বলছে, ২০১৪ সাল থেকে নিয়ে ২০১৭ সালের মধ্যে বিপুল সম্পত্তি কিনেছিলেন অনুব্রত মণ্ডল। জমি, বাড়ি বাদ যায়নি কিছুই। তার কোনওটা নিজের নামে তো কোনওটা মেয়ে বা স্ত্রীর নামে। কিন্তু প্রশ্ন হল এত টাকা কোথায় পেলেন তিনি? সম্পত্তির রেজিস্ট্রেশনের নথি হাতে পেয়ে তদন্তকারীদের চোখ কপালে।

জমি বাড়ির কাগজপত্র বলছে, ১০ থেকে ১৫ দিন পরপর জমি কেনার প্রমাণ রয়েছে। তার মানে কোনও কোনও মাসে দু থেকে তিনটি জমিও কিনেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এসবই কি গরুপাচারের টাকার ভাগ? প্রশ্ন তদন্ত কারীদের। শনিবার সকাল থেকে এরকম অনেক কড়া কড়া প্রশ্ন সাজিয়ে অনুব্রতকে জেরা শুরু করেন সিবিআই কর্তারা।

সুত্রের খবর, সিবিআইয়ের হাতে আসা তথ্য বলছে, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে সীমান্ত দিয়ে প্রায় কুড়ি হাজার গরু পাচার হয়েছে। ধৃত বিএসএফ কর্তাকে জেরা করে এমনই তথ্য মিলেছে বলেই দাবি সিবিআইয়ের। সেই গরু পাচারের জন্য বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ ও মালদার বিভিন্ন রাস্তা ব্যবহার করা হতো। আর তার জন্য সংশ্লিষ্ট জেলার নেতাদের একাংশ পাচারকারীদের নানা ভাবে সাহায্য করতো। অবশ্যই মোটা টাকার বিনিময়ে। সেই টাকা তাদের ঘুরে পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে। এমনই দাবি সিবিআইয়ের। অনুব্রতকে জেরা করে সেই প্রভাবশালীদের নাম জানতে চায় সিবিআই। তবে গোটা কর্মকাণ্ডে তৃণমূল নেতাদের পাশাপাশি বিএসএফ ও কাষ্টমস কর্তাদেরও বড় ভূমিকা রয়েছে বলেই দাবি তদন্তকারীদের।

Mailing List