ভারতীয় দলে ফের চোট, নতুন ভূমিকায় ঈশান

ভারতীয় দলে ফের চোট, নতুন ভূমিকায় ঈশান
17 Jan 2023, 07:55 PM

ভারতীয় দলে ফের চোট, নতুন ভূমিকায় ঈশান

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের ফের চোটের উদ্বেগ।চোট পেয়ে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার। পিঠে চোটের জন্য তিনটি একদিনের ম্যাচ খেলতে পারবেন না নাইট অধিনায়ক। তার পরিবর্তে কিইউদের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে এলেন রজত পাতিদার। শ্রেয়সকে আপাতত ব্যাঙ্গালোর এনসিএ তে রিহ্যাবের জন্য পাঠানো হচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে একাদশে ঈশান কিষাণ থাকবেন বলে আশা করা হচ্ছে। তবেs বুধবার থেকে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে তাকে ওপেন করতে বলা নাও হতে পারে। আগের সিরিজে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি করেও শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছিল কিষাণকে। নিউজিল্যান্ড সিরিজে তিনি সম্ভবত মিডল অর্ডারে খেলবেন।

এই প্রথম বার লাল বলের ক্রিকেটে জাতীয় দলে ডাক পেয়েছেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ খুব ভালো লাগছে। আমি যখন সাদা বলের ক্রিকেটে খেলতাম, তখন আমাকে বাবা বলত, টেস্ট ক্রিকেট এমন, যেখানে অনেক বেশি চ্যালেঞ্জ রয়েছে। ব্যাটসম্যানদের স্কিলের পরীক্ষা সেখানে হয়। তাই একটা আলাদা পর্যায়ে গিয়ে খেলতে হয়। যখন আমি জানতে পারি, টেস্ট দলে সুযোগ পেয়েছি, ভীষণ খুশি হয়েছিলাম। এখানে এত ভালো ভালো ক্রিকেটার রয়েছে। আমার মনে হয়, আসল খেলা টেস্ট ক্রিকেটকেই ধরা হয়। আমি যদি টেস্টে খেলার সুযোগ পাই চেষ্টা করব, দলকে জেতানোর।

Mailing List