মহানন্দা থেকে ফের বেআইনি বালি পাচারের অভিযোগ

মহানন্দা থেকে ফের বেআইনি বালি পাচারের অভিযোগ
তন্ময় চক্রবর্তী, উত্তপ দিনাজপুর
উত্তর দিনাজপুর ও দার্জিলিং জেলার সীমান্ত এলাকায় মহানন্দা নদী থেকে দিনের আলোতেই বালি পাচারের অভিযোগ উঠলো। অভিযোগ, রমরমিয়ে চলছে বালি পাচারের কালো কারবার। সবাই সব জেনেও মুখে কলুপ এঁটেছে। এই বালি পাচারের ছবিও ধরা পড়েছে। কিভাবে দিনের আলোতে প্রকাশ্যে এই মহানন্দা নদীর বালি বিশাল বিশাল ডাম্পারে করে অন্যত্র পাচার হয়ে যাচ্ছে। বালি পাচারের ঘটনায় বিভিন্ন সময় পুলিশ প্রশাসন তল্লাশি চললেও বালি মাফিয়াদের দৌরাত্ম্য কমার নাম নেই। রীতিমতো নদীর চরে জেসিবি বসিয়ে তোলা হচ্ছে বালি।
লরি চালকদের জানান, আমরাতো ছোটখাটো গাড়ির চালক। মালিকরা সবই জানেন। পুলিশ জানিয়েছে, চোপড়া ও ইসলামপুর থানা এলাকায় বিভিন্ন সময়ে তল্লাশি চালানো হয়েছে। বেআইনি বালি পাচারে যুক্ত লরি বাজেয়াপ্ত করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার। ফের তল্লাশি অভিযান চালানো হবে বলেও পুলিশ জানিয়েছে।


