আবারও প্রতারণার ফাঁদ বীরভূম জেলার কীর্ণাহার থানার অন্তর্গত রুইপুর গ্ৰামে এক ব্যক্তির সঙ্গে

আবারও প্রতারণার ফাঁদ বীরভূম জেলার কীর্ণাহার থানার অন্তর্গত রুইপুর গ্ৰামে এক ব্যক্তির সঙ্গে
03 Dec 2022, 08:00 PM

আবারও প্রতারণার ফাঁদ বীরভূম জেলার কীর্ণাহার থানার অন্তর্গত রুইপুর গ্ৰামে এক ব্যক্তির সঙ্গে

 

শুভদীপ গুঁই, কীর্ণাহার

 

কীর্ণাহারে রুইপুর গ্রামে হিমাদ্রী ঘোষ নামে এক চাষী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছিলেন। ক্রেডিট কার্ডের পিন নম্বর পাননি। ১ ডিসেম্বর তাঁর কাছে ফোন আসে পিন নম্বর সংক্রান্ত ব্যাপার জানতে চেয়ে। এবং সেই সূযোগেই ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট করা হয়।

হিমাদ্রি বাবুর অভিযোগ, ফোনে তাঁকে বলা হয় যে একটি otp যাচ্ছে, সেটি না বললে আপনার ব্যাংকে ট্রানজাকশন বন্ধ হয়ে যাবে এবং ৫০০০ টাকা কেটে নেওয়া হবে। এরপর তিনি ভয়ে ওটিপি বলে দেন। বলে দেন কার্ড নম্বরও। আর বলে দিতেই ব্যাংক থেকে প্রায় কুড়ি হাজার টাকা অনলাইনের মাধ্যমে তুলে নেয় প্রতারকরা। ঘটনায় সিউড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি। হিমাদ্রীবাবু বলেন, ‘‘আমরা তো এসব সম্পর্কে কিছুই জানি না। যেহেতু ফোন নম্বর পেয়েছে, তাই ভেবেছি ব্যাঙ্ক থেকেই ফোন করা হচ্ছে। তাছাড়া ৫ হাজার টাকা কেটে নেওয়া হবে বলতেই আতঙ্কে পড়ে যায়। পরের দিন বিষয়টি জানার জন্য ব্যাঙ্কে যায়। তখন শুনি ২০ হাজার টাকা নাকি লিমিট ছিল, তার মধ্যে আর ৭৪ টাকা রয়েছে।’’ অভিযোগ, গ্রামেগঞ্জে এখন এভাবে জালিয়াতির শিকার হচ্ছেন বহু মানুষ। অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও বারবার এব্যাপারে সচেতন করা হচ্ছে। তবুও সর্বত্রই সচেতনতা যে তৈরি হয়নি, আবারও তার প্রমাণ মিললো।

 

Mailing List