পুরুলিয়ায় আবারও গরু পাচারের ঘটনা, ২৩টি গাড়ি আটক, উদ্ধার ১৪৯টি গরু, গ্রেফতার ৩৩ জন

পুরুলিয়ায় আবারও গরু পাচারের ঘটনা, ২৩টি গাড়ি আটক, উদ্ধার ১৪৯টি গরু, গ্রেফতার ৩৩ জন
আশিস বন্দোপাধ্যায়, পুরুলিয়া
পুরুলিয়ার হুড়া থানা এলাকায় আবারও গরু পাচারের ঘটনা সামনে এলো। এবার গরু পাচার চক্র ফাঁস করল শাসক দলের নেতারাই। হুড়া ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন দত্ত ও হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো আটক করলেন একাধিক গরু বোঝাই গাড়ি। পুলিশ সূত্রে জানা যায়, ২৩ টি গাড়ি আটক করা হয়। যার মধ্যে মোট ১৪৯ গরু উদ্ধার করা হয়েছে।
জানা যায়, হুড়া থানা এলাকার নিমতোল মোড় সংলগ্ন এলাকায় রবিবার লক্ষ্মী পুজোর দিন গভীর রাত্রে এমন ঘটনাই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে হুড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরু বোঝাই করা ২৩টি গাড়ি আটক করে নিয়ে আসে থানায়। ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। এমন ঘটনার পরেই যদিও হুড়া থানায় পৌঁছায় পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। এদিন তিনি এই ঘটনা প্রসঙ্গে বলেন, আমরা রাস্তায় নেমেছি, আমরা মাঠে নেমেছি।এক শ্রেণীর পুলিশ ও বিজেপির মদতে এই ধরনের কাজ চলছে।এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অভিযান চলবে।
অন্যদিকে হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো ও হুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন দত্ত বলেন, এই ঘটনায় আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত হওয়া উচিত।
যদিও এই ঘটনায় সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই আঙ্গুল তুলেছে বিজেপি। বিজেপির পুরুলিয়া জেলা সম্পাদক আব্দুল আলীম আনসারী বলেন, মমতা ব্যানার্জির নির্দেশে সারা বাংলায় গরু পাচার চলছে।তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে কোনো ভাবেই গরু পাচার বন্ধ হবে না।


