হাওড়ার উদনায়ারণপুরে ফের বড় ধাক্কা বিজেপির, বাংলায় বিজেপি উন্নয়ন করতে পারবে না জানিয়ে তৃণমূলে যোগ দিলেন বিধানসভা কেন্দ্রের প্রার্থীই

হাওড়ার উদনায়ারণপুরে ফের বড় ধাক্কা বিজেপির, বাংলায় বিজেপি উন্নয়ন করতে পারবে না জানিয়ে তৃণমূলে যোগ দিলেন বিধানসভা কেন্দ্রের প্রার্থীই
সুলেখা চক্রবর্তী, উদয়নারায়ণপুর
গত বিধানসভা নির্বাচনে যার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন, এবার তার হাতই শক্ত করতে এগিয়ে গেলেন বিজেপি নেতা। গত বিধানসভা নির্বাচনে হাওড়ার উদয়নারায়নপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন সুমিত কাঁড়ার। আর এবার তিনিই যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার উদয়নারায়নপুরের ভবানীপুরে তৃণমূলের এক দলীয় সভায় তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন তিনি। আর সেই পতাকা নিলেন এলাকার বিধায়ক সমীর পাঁজার হাত থেকে। যার বিরুদ্ধে বিধানসভায় প্রতিদ্বন্দ্বীতা করে হেরেছিলেন তিনি। এদিন আরও প্রায় দেড় হাজার বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেয় বলে দাবি তৃণমূলের।
এদিন সুমিত কাঁড়ার জানান, "এই বিজেপি বাংলার উন্নয়ন করতে পারবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার একমাত্র ভরসা। এটা অনুধাবন করেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।’’ তৃণমূল বিধায়ক সমীর পাঁজা জানান,"আমরা স্ক্যান করে এবং একবছর ধরে নজর রেখেই দলে যোগদান করাচ্ছি। চাইলেই তৃণমূল কংগ্রেসে আসা যাবে না। আরো অনেকে যোগাযোগ করছেন। আমরা নজর রাখছি।" উল্লেখ্য এই যোগদানের ফলে পঞ্চায়েত ভোটের আগেই কার্যত বিরোধী শূন্য হয়ে পড়ার আশঙ্কা দেখা দিল উদয়নারায়নপুর কেন্দ্রের পঞ্চায়েতগুলি।


