বাংলাদেশে হিন্দু মন্দিরের ওপর ফের আক্রমণ, মন্দির থেকে লোপাট দেবীমূর্তি

বাংলাদেশে হিন্দু মন্দিরের ওপর ফের আক্রমণ, মন্দির থেকে লোপাট দেবীমূর্তি
17 Mar 2023, 11:45 PM

বাংলাদেশে হিন্দু মন্দিরের ওপর ফের আক্রমণ, মন্দির থেকে লোপাট দেবীমূর্তি

 

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ফের আন্তর্জাতিক মঞ্চে বিপাকে বাংলাদেশ সরকার। সে দেশে ফের আক্রমণের শিকার সংখ্যালঘু হিন্দুদের ধর্মস্থান ও মন্দির। একাধিক মন্দিরে প্রতিমা ভাঙচুর এমনকী দেবীমূর্তি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার ও বুধবার রাতে বাংলাদেশের কুড়িগ্রামের একাধিক মন্দিরে হামলা চালায় একদল দূষ্কৃতী। এমনকী একটি মন্দিরে ভাঙচুর করে প্রতিমাও তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। অভিঢ়োগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

গত কয়েক বছর ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ও তাঁদের ধর্মস্থানের বারবার হামলা হয়েছে। এর জন্য আন্তর্জাতিক মহলে ভর্ৎসনার মুখে পড়েছে শেখ হাসিনার সরকার। তার পর কিছু পুলিশি তৎপরতা দেখা গেলেও ওই রোগ সারেনি। সংখ্যালঘু হিন্দু মন্দিরের ওপর হামলা বন্ধ হয়নি। জানা গিয়েছে মঙ্গলবার রাতে কুড়িগ্রাম এলাকার জোয়ারদার পাড়ায় শ্মশানঘাটে কালী মন্দিরে ঢুকে দেবী মূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। পরদিন সকালে দেখার পর পুলিশে অভিযোগ জমা পড়ে। পুলিশ মন্দিরের সামনে থাকা সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে।মন্দিরের পূজারি বলছেন, বৃহস্পতিবার পুজো দিতে গিয়ে দেখি প্রতিমা উধাও। আমাদের এলাকায় সমস্ত ধর্মের মধ্যে সম্প্রীতি রয়েছে। স্থানীয় কেউ এই কাজ করতে পারে না। স্থানীয় উলিপুর থানার ওসি বলেন, আমরা ঘটনাটির গুরুত্ব দিয়ে তদন্ত করছি। যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। সঙ্গে এলাকার মন্দিরগুলির নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা হচ্ছে।

Mailing List