আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ! বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে ঘোষণা মুকেশ আম্বানির!

আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ! বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে ঘোষণা মুকেশ আম্বানির!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যে দুদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ সূচনা হয়েছে। নিউটাউনের বিশ্ব বাংলা অডিটরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্মেলনের সূচনা করেন। রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি, উইপ্রোর চেয়ারম্যান রিশাদ প্রেমজি, আইটিসির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরি সহ দেশের প্রথম সারির শিল্পপতি ও ৩৫ টির বেশি দেশের প্রশাসন ও বণিক সভার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শিল্প ক্ষেত্রে বিনিয়োগ আকর্ষনের ক্ষেত্রে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের গুরুত্ব ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। গত ছয়টি বাণিজ্য সম্মেলন থেকে ১৯০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে। যার মধ্যে ১২০ কোটি বিলিয়ন ডলারের বিনিয়োগ রূপায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
উদ্বোধনী মঞ্চ থেকে মুকেশ আম্বানি আগামী তিন বছরে ডিজিটাল প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে আরো ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। উইপ্র রাজারহাটে ৫০ একর জমিতে তাদের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করছে। ২০০ কোটি টাকা বিনিয়োগে সেটিকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে সংস্থার প্রধান রিশাদ প্রেমজী ঘোষণা করেন। এছাড়াও একাধিক সংস্থা নানা ক্ষেত্রে বিনিয়গের কথা ঘোষণা করেছে। শিল্প ক্ষেত্রকে উৎসাহ দিতে পরিবেশ বান্ধব হাইড্রোজেন উৎপাদনের উৎসাহ নীতি সহ পাঁচটি নতুন নীতিও আজ রাজ্য সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়েছে। বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠি জানান, আগামী দুই বছরের মধ্যে রাজ্যে আরও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হবে। তাতে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। আইটিসি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব পুরী জানান, রাজ্যে তাঁরা ১৭টি ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়বেন। উইপ্রো চেয়ারম্যান ঋষভ প্রেমজি ঘোষণা করেন, রাজারহাটের দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ২০০০কোটি টাকা বিনিয়োগ করা হবে। আরপিজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা দাবি করেন, এই রাজ্য এখন বিনিয়োগের সেরা ঠিকানা। এখানে কোনও কর্মদিবস নষ্ট হয় না। নেওটিয়া গ্রুপের হর্ষ নেওটিয়া জানান, আগামী পাঁচ বছরে পর্যটন ক্ষেত্রে তাঁরা বিপুল বিনিয়োগ করবেন। ভাষণ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সঙ্গী ছিলেন। সেখানে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ঘোষণা করেছিলেন, শালবনিতে তিনি একটি ইস্পাত কারখানা গড়বেন। তিনিও এদিন দাবি করেন, বাংলার পরিবেশ এখন শিল্পে বিনিয়োগের অন্যতম গন্তব্যস্থল।


