আর ২০০ কোটি ডিম উৎপাদন করলেই কেল্লাফতে, স্বনির্ভর হবে রাজ্য

আর ২০০ কোটি ডিম উৎপাদন করলেই কেল্লাফতে, স্বনির্ভর হবে রাজ্য
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্য খুব দ্রুত ডিম উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে। রাজ্যের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র শুক্রবার নবান্নে সাংবাদিকদের বলেন, চাহিদা অনুযায়ী বছরে ১৪০০ কোটি ডিম উৎপাদন হলে এব্যাপারে সম্পূর্ন স্বনির্ভর হওয়া যাবে। সেখানে বর্তমানে রাজ্যে বছরে ১২০০ কোটি ডিম উৎপাদন হচ্ছে। ৮৪ টি হ্যাচারি সংস্থা রাজ্যে কাজ শুরু করেছে। তাই বাকি দুশো কোটি ডিম বছরে উৎপাদনের ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব হবে বলে তাঁর আশা।
একদিকে হ্যাচারি সংস্থা কাজ শুরু করছে, অন্যদিকে গ্রামেগঞ্জে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেও প্রাণীসম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে দেওয়া হয় মুরগির ছানা। তাঁরাও মুরগি পালন করেন। সেখান থেকেও মাংস ও ডিম উৎপাদন হয়। এই দুই পদ্ধতিতেই রাজ্য ডিম উৎপাদনে এবার স্বনির্ভর হতে চলছে বলেই সকলের আশা।


