অনন্যার বালতি ব্যাগ হলো ট্রল

অনন্যার বালতি ব্যাগ হলো ট্রল
16 May 2023, 05:00 PM

অনন্যার বালতি ব্যাগ হলো ট্রল

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ অনন্যা পান্ডে তার অভিনয় বলুন আর ফ্যাশন। মাঝে মাঝেই তার জন্য ট্রলের শিকার হন। সম্প্রতি ইন্ডিয়ানস মোস্ট স্টাইলিস্ট অনুষ্ঠানে স্টাইলিশ ইয়ুথ আইকনের পুরস্কার পেলেও অনন্যা আলোচনায় রয়েছেন ছোট বাকেট বা বালতি ব্যাগের কারণে। জুডিথ লিবার কতুরের সোনালি ব্যাগটির দাম প্রায় পাঁচ লাখ টাকা।
এই ব্যাগটির ওপরের অংশটি কাস্টমাইজ করা সোনার পয়সা দিয়ে। ব্যাগের আকার ও হাতল ডিজাইন করা হয়েছে বালতির মতোই; যা দেখে অনেকেই ট্রল করছেন অনন্যাকে।
তবে ব্যাগ নিয়ে নেগেটিভ আলোচনা হলেও অনন্যার পোশাক ও লুকের জন্য পেয়েছেন দারুণ প্রশংসা। অনুষ্ঠানে এই তারকা পরেছিলেন হট পিংক রঙের মিনি ব্লেজার ড্রেস। যার ফুল স্লিভ হাত, গভীর ভি নেকলাইন, ল্যাপেল কলারের পোশাকটিতে ব্যবহৃত হয়েছে বোতাম ও সাইড পকেট।এছাড়া মাঝারি লম্বা ব্লেজারটির সঙ্গে কোমরের অংশে বাঁধা হয়েছে আরও একটি ব্লেজার; যা পুরো আলাদা লুক এনেছে। ব্লেজারের সঙ্গে মিলিয়ে একই রঙের লেগিংস ও পাম শু পরেছিলেন অনন্যা।
স্লিক বানের সঙ্গে কানে পরেছেন হুপ দুল ও হাতে চেইন ব্রেসলেট। এ ছাড়া মেকআপেও ছিল পার্টি ভাইব। স্টাইলিশ পোশাকের সঙ্গে চোখ এঁকেছেন উইং আইলাইনার ও কাজল দিয়ে। তার ঠোঁটে ছিল নুড লিপস্টিক। মেকআপে হাইলাইটারের ব্যবহার ছিল অনেকটাই।

Mailing List