শীত থেকে বাঁচতে আগুন পোয়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু রঘুনাথপুরে

শীত থেকে বাঁচতে আগুন পোয়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু রঘুনাথপুরে
07 Jan 2023, 07:45 PM

শীত থেকে বাঁচতে আগুন পোয়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু রঘুনাথপুরে

 

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া

 

কনকনে শীত থেকে বাঁচার জন্য আগুন পোহানোর সময় আগুনে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ঐ বৃদ্ধার নাম আরতি মেট্যা(৬৭)। বাড়ি পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের আদ্রা থানার অন্তর্গত আড়রা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি নতুন ইংরাজী বছরের ১ জানুয়ারি ঠান্ডার হাত থেকে নিজেকে বাঁচাতে বাড়িতে আগুন পোহানোর সময় অসাবধানতার কারণে তার কাপড়ে আগুন লেগে যায়। ঘটনাটি পরিবারের আত্মীয়দের নজরে আসতেই কোনভাবে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন নিভিয়ে তাঁকে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঐ হাসপাতালে ভর্তি করে ঐ বৃদ্ধা মহিলার চিকিৎসা চলতে থাকে। চিকিৎসারত অবস্হায় শুক্রবার রাতে তার হাসপাতালেই মৃত্যু হয়। খবর পেয়ে রঘুনাথপুর থানার পুলিশ শনিবার ঐ বৃদ্ধার দেহটি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে উদ্ধার করে পুরুলিয়াতে অবস্থিত গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।

Mailing List