একটা ডিম ১০ টাকা, এক কেজি আলু ১০০ টাকা, পেট্রোল লিটার ১৭০ টাকা! বিদেশে নয়, দেশের এক রাজ্যের বাজার দর, রাজ্যের নাম শুনলে চমকে যাবেন

একটা ডিম ১০ টাকা, এক কেজি আলু ১০০ টাকা, পেট্রোল লিটার ১৭০ টাকা! বিদেশে নয়, দেশের এক রাজ্যের বাজার দর, রাজ্যের নাম শুনলে চমকে যাবেন
আনফোল্ড বাংলা প্রতিবেদন: একটা ডিম (Egg) ১০ টাকা, এক কেজি আলু (Potato) ১০০ টাকা, পেট্রোল (Petrol) লিটার ১৭০ টাকা! শুনতে লাগলেও এটা ভিনদেশের নয়, এ দেশেরই এক রাজ্যে এটাই এখন বাজারদর। রাজ্যটির নাম মণিপুর। গোষ্ঠী সংঘর্ষে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত এই রাজ্য। ৩ সপ্তাহ ধরে এই অশান্ত পরিস্থিতির জেরে রাজ্যজুড়ে আকাশ ছুঁয়েছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম। আন্দোলন ও হিংসার জেরে একের পর এক অবরোধ ও বনধের জেরে ভেঙে পড়েছে রাজ্যের পণ্য পরিবহণ ব্যবস্থা। খাদ্য দ্রব্যের মধ্যে চাল, ডাল তো বটেই, আলু সমেত নানান সবজির দামেও আগুন লেগেছে। হু হু করে বেড়ে চলেছে পেট্রোলের দাম। পেট্রোল বিক্রি হচ্ছে ১৭০ টাকা প্রতি লিটার। আলুর দাম ১০০ টাকা প্রতি কিলো।
স্থানীয়দের দাবি, যদি নিরাপত্তা বাহিনী বাইরে থেকে আসা এই অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাকগুলিকে নিরাপদে রাজ্যে না ঢোকার ব্যবস্থা করতো তাহলে দাম আরও বাড়ত। এই আবহে বেড়েছে কালোবাজারি। একটা ডিম বিক্রি হচ্ছে প্রায় ১০ টাকায়। ৩০টি ডিম মণিপুরে কিনতে খসাতে হবে ৩০০ টাকা। এখানেই শেষ নয়, অনেকের দাবি, তামাকজাত দ্রব্যের দামও হু হু করে বাড়ছে রাজ্যে। এখন প্রশ্ন হল কেন এভাবে দাম বাড়ছে।
সরকারি সূত্র বলছে, মণিপুর (Manipur) দেশের এমন একটি রাজ্য, যেখানে অত্যাবশ্যকীয় পণ্যের জন্য রাজ্যটিকে পুরোপুরি ভরসা করতে হয় আমদানির ওপর। অন্যান্য রাজ্য থেকে আমদানি করা পণ্যই সেখানে বিক্রি হয়। কিন্তু রাজ্যজুড়ে হিংসার কারণে পণ্যবাহী ট্রাকগুলি রাজ্যে ঢুকতে পারছে না কয়েকদিন ধরে। ফলে আকাশ ছুঁয়েছে দাম। গত ১৫ মে থেকে নিরাপত্তবাহিনীর কড়া প্রহরায় এনএইচ ৩৫ দিয়ে মণিপুরে ঢোকা শুরু করেছে পণ্যবাহী ট্রাক। তার জেরেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে। আগামী কয়েকদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেই আশা সরকারি আধিকারিকদের।


