অমূল্য রতন / গল্প

অমূল্য রতন / গল্প
04 Dec 2022, 01:15 PM

অমূল্য রতন / গল্প

 

সন্দীপ দত্ত

 

সুন্দরী হেমাঙ্গিনীর চম্পাকলি আঙুল থেকে পার্কারটা আলতো করে নিতে গিয়ে ঠোঁটের কোণে নরম হাসি ছুঁইয়ে সেকেন্ড কয়েক দৃষ্টি স্থির রাখলেন আলাপন।

"তোমায় নিয়ে আর পারা গেল না হেমা। আজকাল স্মার্টফোনগুলোতে এই নাম এন্ট্রিটা কত ইজি হয়। তা না, তুমি সেই আদ্যিকালের মতো কাগজে....." বলতে বলতে কাগজটার দিকে তাকালেন আলাপন। তাকাতেই আজও চমক। এ যে বাঁধভাঙা জলোচ্ছ্বাস !

"কী ব্যাপার বলো তো, দিন দিন ক্লায়েন্টের হার বেড়েই চলেছে? দেশে কি আর জ্যোতিষ নেই? নাকি আলাপন শাস্ত্রীর আকাশছোঁয়া সাফল্যের কাছে সবাই নতি স্বীকার করল? "

 

হেমাঙ্গিনী তার লাস্যময়ী চেহারায় বিদ্যুৎ হেনে বলল, "আসলে আপনি না বলতে শেখেননি। কখনও কখনও না-টাও বলতে হয় স্যার। তা না হলে....."

"তা না হলে?" হেমাঙ্গিনীর দিকে তাকালেন আলাপন।

"সত্যি কথা বলতে কি স্যার, বেনোজল ঢুকতে পারে। আপনার সাফল্যটাই হাতিয়ার করতে পারে অনেকে। একটু সাবধান হওয়া ভাল নয় কি?"

হেমাঙ্গিনীর কথা শুনে গতকাল রাত্রের ফেসবুকের ছবিটা মনে পড়ল আলাপনের। দেশের প্রধানমন্ত্রী রাস্তায় নেমেছেন জঞ্জাল সাফ করতে। চারদিকে বড় নোংরা। মনে পড়তেই  'শাস্ত্রী' ডিগ্রীটাকে আরও একবার ঘষতে ইচ্ছে হল।

আলাপনের গোপন কক্ষে হেমাঙ্গিনীরও প্রবেশ নিষেধ। সেই কক্ষেই তিনি এখন ক্লায়েন্টদের শুদ্ধিকরণের বীজমন্ত্র দিতে ব্যস্ত। গোমেদ, ক্যাটস্আই, রক্তমুখীনীলার প্রাণসঞ্চার করতে গেলে আগে সমাজের পাশে দাঁড়ানো দরকার। পৃথিবীর পাশে। তবেই রত্ন হয়ে উঠবে অমূল্য। ভাগ্যের হবে উন্নতি।

জ্যোতিষশ্রেষ্ঠ আলাপন শাস্ত্রী। কথা নয়, বেদবাক্য। অবজ্ঞা করার বুকের পাটা ক'জনের আছে?

লেখক পরিচিতি: জন্ম: ২৭ সেপ্টেম্বর, ১৯৮৭। প্রথম লেখা প্রকাশ  কাঁথি মহকুমার 'তীরভূমি ' দৈনিক সংবাদপত্রের রবিবারের পাতায় 'পিসীর বাড়ি ' গল্প। মূলত গল্প ও উপন্যাস লেখেন। প্রকাশিত গল্পগ্রন্থ : 'ও আলো, তোমারও চোখে ঠুলি'। রেনেসাঁ আর্টিস্ট এ্যান্ড রাইটার্স অ্যাসোশিয়েসনের পক্ষ থেকে অখণ্ড মেদিনীপুর জেলা থেকে বিশেষ পুরস্কারও পেয়েছেন।

Mailing List