আমুলের গাড়ি উল্টে যেতেই দুধ নয়, বেরিয়ে পড়লো একদল গরু! বিজেপি বলছে গরু পাচারের নতুন কৌশল

আমুলের গাড়ি উল্টে যেতেই দুধ নয়, বেরিয়ে পড়লো একদল গরু! বিজেপি বলছে গরু পাচারের নতুন কৌশল
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
আমুলের গাড়িতে দুধ নয়, গরু পাচার! এমনই ঘটনা দেখা গেল এবার। আর বোঝা গেল, দুর্ঘটনার কবলে আমুলের গাড়িটি উল্টে যাওয়ায়। গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো প্যাকেট দুধ, একদল গরু! ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত আমুল দুধের ট্রাকের ভেতর থেকে এভাবেই গরু বেরোনোর ঘটনা ঘটল পুরুলিয়ায়। যা দেখে বিজেপির পক্ষ থেকে এটিকে গরু পাচারের নতুন কৌশল বলে দাবী করা হয়েছে।
আজ, মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া বাঁকুড়া সীমান্তে বিশপুরিয়ার কাছে। আমুল দুধ লেখা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে গেলে তার ডালা খুলে যায়। দেখা যায় ভেতরে বাঁধা রয়েছে অনেকগুলি গরু। দুর্ঘটনার জেরে কয়েকটি গরু মারাও যায়। স্থানীয় মানুষ গরুগুলিকে উদ্ধার করে। পরে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। ট্রাকটির চালকের অবশ্য কোনও হদিস পাওয়া যায়নি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গরু পাচারের অভিযোগ এনেছে জেলা বিজেপি। দলের জেলা সাধারণ সম্পাদক আব্দুল আলীম আনসারী বলছেন, পাচার করার জন্যই আমুলের ট্রাকে করে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এটা একটা নতুন কৌশল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কোথা থেকে এই গরু নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এখনও কিছুই জানা যায়নি। গাড়িটির মালিক কে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গাড়ির মালিককে কে তা জানার পরেই বোঝা যাবে এই গাড়িতে কী নিয়ে যাওয়ার কথা ছিল, দুধ নাকি গরু। কারা এবং কোথায় নিয়ে যাচ্ছিল। এর সঙ্গে কারাই বা জড়িত। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যে সময় গরু পাচার নিয়ে রাজ্য উত্তাল, সেই সময় এই ধরণের ঘটনা অন্যমাত্র যোগ করলো বলেই মনে করছেন স্থানীয়রা।


