জন্মাষ্টমীতে আমুলের বিজ্ঞাপনেও এবার 'কেষ্টা বেটা চোর', তুমুল বিতর্ক

জন্মাষ্টমীতে আমুলের বিজ্ঞাপনেও এবার 'কেষ্টা বেটা চোর', তুমুল বিতর্ক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: জন্মাষ্টমীর সকালেই তুমুল বিতর্ক। বিতর্কের কেন্দ্রে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা আমুলের একটি বিজ্ঞাপন। এদিন সকালেই তাঁদের মাখনের একটি বিজ্ঞাপন পোস্ট করেছে আমুল। যার পরই চর্চায় তাঁরা। পোস্টারে উপরের দিকে লেখা আছে, ‘শুভ জন্মাষ্টমী!’ তার নিচে এক প্যাকেট আমুল বাটারের ছবি। বাটারের প্যাকেটটা অর্ধেক খোলা। কিছুটা বাটার সেখানে নেই। সেই প্যাকেটের তলায় লেখা রবীন্দ্রনাথের কবিতার একটি বিখ্যাত লাইন, 'কেষ্টা বেটাই চোর।'
শুভ জন্মাষ্টমী!
— Amul Bangla (@AmulBangla) August 19, 2022
Happy Janmshtami!#amulbutter #amul #janmashtami #happyjanmashtami #amulbangla #amulinbengal #amulindia #loveforfood #tasteofindia pic.twitter.com/lTJGZOZl1d
আমুল বাংলা নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে এটি টুইট করা হয়েছে। যা নিয়ে সকাল থেকে জমজমাট বিতর্ক। নেটিজেনরা এই বিজ্ঞাপনে বুদ্ধিমত্তার ছাপ দেখতে পাচ্ছেন। বাংলার সাম্প্রতিক পরিস্থিতির কথা মনে করে অনেকেই এনজয় করছেন। অনেকে আবার এর মধ্যে 'অন্য কিছু' দেখতে নারাজ। তাঁরা জন্মাষ্টমীকেই উপলক্ষ্য করছেন। টুইটে বইছে কমেন্টের বন্যা। তবে আমুলের তরফে এর কোনও ব্যাখ্যা বা প্রতিক্রিয়া মেলেনি। তবে আমূলের এই অভিনব ও বুদ্ধিমত্তার পোস্টকে কুর্নিশ জানাচ্ছে রসিকতাপ্রিয় বাঙালি। এই পোস্টের মাধ্যমে একদিকে জন্মাষ্টমীর শুভেচ্ছা, অন্যদিকে সিবিআই হেফাজতে থাকা হেভিওয়েট তৃণমূল নেতার কাজকর্মকেও খোঁচা দেওয়া হয়েছে বলেই মনে করছেন তাঁরা।
সোশ্যাল মিডিয়া জুড়ে এ নিয়ে শুরু হয়েছে হৈ চৈ। কেউ লিখছেন, সে যুগে কৃষ্ণ মাখন চুরি করে খেয়েছিল। আর এ যুগে কেষ্টা পুরো গরুই চুরি করে নিয়েছে। সকলের ইঙ্গিত গরু পাচার কান্ডে সিবিআইয়ের হাতে ধৃত অনুব্রত মন্ডলের দিকেই।


