পুজোয় কলকাতা সফরে অমিত শাহের না

পুজোয় কলকাতা সফরে অমিত শাহের না
30 Sep 2022, 11:52 PM

পুজোয় কলকাতা সফরে অমিত শাহের না

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রথমে শোনা গিয়েছিল এবার নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমান তালে টক্কর দিয়ে রাজ্যে পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাই পুজোর আগেই এবার রাজ্য সফরে আসছেন শাহ। কোন কোন পুজোর উদ্বোধন করবেন তিনি মোটামুটি তারও একটা তালিকা দিয়ে দিয়েছিলেন বঙ্গ বিজেপি নেতারা।ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়েছিল দুর্গাপুজোর উদ্বোধনে অমিত শাহের উপস্থিতির কথা। কিন্তু যথারীতি কদিনের মধ্যে বঙ্গ বিজেপির ফোলানো বেলুন চুপসে গেল। রাজ্যে আসছেন না অমিত শাহ। কারণ, দিল্লি নাকি সবুজ সংকেত দেয়নি। আর শুক্রবার সন্ধ্যায় এই খবর আসতেই মুষড়ে পড়েছে এ রাজ্যের গেরুয়া শিবির। দিল্লি বিজেপির কাছে এ রাজ্যের নেতাদের যে কোনও নম্বর নেই তা আরও একবার প্রমাণ হয়ে গেল। প্রথমে পুজো উদ্বোধনের কথা বলে তা গিলতে হয়েছিল সুকান্ত, শুভেন্দুদের। তারপর মুখরক্ষায় তারা বলেছিলেন,

পুজোর আগে নয়, অষ্টমীর দিন আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত তাও হল না। শুক্রবার বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দিলেন, বিশেষ কাজ থাকায় অমিত শাহ অষ্টমীর দিনও আসতে পারছেন না। আসার কথা ভেবেছিলেন তিনি। ফলে পুজোর মধ্যে কলকাতায় আর আসছেন না শাহ। সন্তোষ মিত্র স্ক্যোয়ার-সহ সল্টলেকে বিজেপির পুজো এবং সল্টলেকেরই আরেকটি পুজোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। অন্তত এমনই দাবি করেছিলেন সুকান্ত মজুমদাররা। কদিন পরে সুকান্তবাবুরা জানান শুধু অমিত শাহই নয়, জেপি নাড্ডাও আসছেন অষ্টমীর দিন। কিন্তু কিছুই হচ্ছে না, কেউই আসছে না, এই খবর ছড়িয়ে পড়তেই হতাশ গোটা শিবির। এই অবস্থায় শুক্রবার সল্টলেকের ইজেডসিসিতে বিজেপির পুজোর উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। এরই মধ্যে এই পুজো নিয়েও দলের মধ্যে লেগে গিয়েছে। অনেকেই চাইছিলেন বড় করে পুজো হোক, তাতে কর্মীরা কিছুটা হলেও চাঙ্গা হবেন। আর এক অংশ আবার কোনও মতে এবারের মত পুজো করে তিনবার হয়ে যাওয়ায় গোটা বিষয়টাতেই ইতি টানতে চাইছে। ২০২০ সাল থেকে শুরু হয়েছে বঙ্গ বিজেপির দুর্গাপুজো।প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধুতি-পাঞ্জাবি পরে একেবারে বাঙালি কায়দায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছিলেন। তখন নজরে ছিল একুশের নির্বাচন। সেই পুজো এখন কোনও মতে সেরে মুখ রক্ষা করতে চাইছে বিজেপির বঙ্গ ব্রিগেড।

Mailing List