গুলি ও বোমাবাজিতে উত্তপ্ত আমডাঙা, তৃণমূল কর্মী-সহ জখম চার

গুলি ও বোমাবাজিতে উত্তপ্ত আমডাঙা, তৃণমূল কর্মী-সহ জখম চার
আনফোল্ড বাংলা প্রতিবেদন: চললো গুলি। ফাটলো বোমা। গুলি ও বোমাবাজিতে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আমডাঙার মথুরা এলাকায় গুলিবিদ্ধ হন আবু তোয়েব নামে এক ব্যক্তি। তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসাবেই পরিচিত। রবিবার রাতে সন্তোষপুর থেকে বাইক চালিয়ে ঘুরিগাছি গ্রামের বাড়ি ফিরছিলেন। সে সময়ে মথুরা এলাকায় তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুলি চালনার ঘণ্টা খানেকের মধ্যেই আবু তোয়েবের বাড়ির এলাকা অর্থাৎ খুড়িগাছিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়দের দাবি। সেখানে আহত হন আনিসুর মণ্ডল, রুল আমিন, তানজিনা বিবি নামে তিন জন। দু‘টি ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি নেতা আলোক কাহারের অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এমন ঘটনা ঘটেছে। যদিও তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের বক্তব্য, “দুষ্কৃতীরা বোমাবাজি ও গুলি চালিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। আসল অপরাধীরা ঠিক ধরা পড়বে।”


