আজ শনিবারের অমাবস্যা, ঘটতে চলেছে এক শুভ যোগ!

আজ শনিবারের অমাবস্যা, ঘটতে চলেছে এক শুভ যোগ!
আনফোল্ড বাংলা প্রতিবেদন: এ এক মহা যোগ। দীর্ঘ ২০ বছর পর অমাবস্যায় এক বিশেষ যোগ, এই শনি অমাবস্যা কেন এত গুরুত্বপূর্ণ জেনে নিন-
পঞ্জিকা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, ২১ জানুয়ারি ২০২৩ অর্থাৎ আজ, মাঘ মাসের অমাবস্যার দিনে বিশেষ যোগ তৈরি হতে চলেছে। বৈদিক হিন্দুধর্মেও এই দিনের বিশেষ তাৎপর্য রয়েছে। পৌরাণিক মতে মাঘ মাসের অমাবস্যা তিথিতে দান করলে সকল প্রকার দুঃখ-কষ্ট ও পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আর এই মাঘ মাসের মৌনী অমাবস্যা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুরাণ অনুসারে মাঘ মাসে শনিশ্চরি অমাবস্যায় তীর্থস্নান বা পবিত্র নদীতে স্নান করলে সকল প্রকার পাপ দূর হয়। এই উৎসবে করা দান অনেক যজ্ঞ করার মতো পুণ্য ফল দেয়।
২০ বছর পরই এমন কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। ২১ জানুয়ারি শনিবার মাঘ মাসের প্রথম শনিশ্চরি অমাবস্যা। শনিবারে অমাবস্যার শুভ ঘটনা খুব কমই ঘটে। এমন একটি শুভ কাকতালীয় ঘটনা ঘটেছিল ২০ বছর আগে অর্থাৎ ১ ফেব্রুয়ারি ২০০৩ সালে।
এছাড়া মাঘ মাসের অমাবস্যা শনিবার এবং এই দিনে মৌনী অমাবস্যা উৎসবও পালিত হবে। এই যোগ আবার চার বছর পর অর্থাৎ ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি তৈরি হবে। এই দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, হর্ষ যোগ, ব্রজ যোগ, চতুর পদ করণ যোগও তৈরি হচ্ছে।
শনিশ্চরি অমাবস্যার সঙ্গে শনিও মিলিত হয়। এই বিশেষ উপলক্ষ্যে ভগবান শিব, শ্রী হরিবিষ্ণু এবং অশত্থ গাছের পুজো করলে সমৃদ্ধি আসবে এবং জীবনের ঝামেলাও দূর হবে।
পঞ্জিকা অনুযায়ী, মাঘ মাসের মৌনী অমাবস্যা শুরু হয়েছে জানুয়ারি সকাল ৬.১৭ মিনিটে। যা সারাদিন থাকবে এবং রাত আনুমানিক ২.২২ পর্যন্ত থাকবে। এদিন স্নান-দান, পিতৃপুরুষের শ্রাদ্ধ ও পুজো শুধুমাত্র শনিবারই করা শুভ হবে।


